আমার স্বামী একজন হাফেজ কিন্তু উনি অনেক গুলো ভুলের মধ্যে আছে,, যেমন - পায়ে ধরে সালাম করা,মিলাদুন্নবি মেহরাজ এগুলো পালন করা মিলাদ করা মোট কথা সুন্নি দের অনেক ভুল আমল গুলো করে থাকে আমি অনেক সময় বোঝাতে গিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয় মাঝে মাঝে বোঝে আবার বোঝে না এমন হয়,,,, আমার স্বামী অনেক ভালো একজন মানুষ,, আমাকেও অনেক বেশি মহব্বত করে উনার এ ছাড়া আর কোন খারাপ গুণ‌ও নেই আলহামদুলিল্লাহ আমি উনার সাথে জান্নাতে থাকতে চায় তাই আমি কোনো ভাবে এসব মেনে নিতে পারছি না আমি অনেক বেশি চিন্তায় আছি কি করবো বুঝতেও পারছিনা‌‌
আমার এই অবস্থায় কি করা উচিত,,,, আমি কিছু সময় চিন্তা করতে করতে মন চায় আলাদা হয়ে যায়। আবার চিন্তা করি এটা তো আল্লাহর অপছন্দনীয় আর আমি অন্য কারো সাথে সংসারও করতে পারবো না।কারন উনাকে আমি আল্লাহর জন্য অনেক বেশি মহব্বত করি,,, আমাকে একটা ভালো উপদেশ দিয়ে উপকার করবেন ,,,
গুরুত্বপূর্ণ বিষয় হলো বোনটির দ্বীনের বুঝ আসার পর ছেলেটির সাথে আকদ করেছেন তাদের এখন মেয়ের মা ছাড়া আর কেউ জানে না কিছু,,,
বোনটির এখন কি করা উচিত বোনটিকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন,,,