আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
234 views
in সালাত(Prayer) by (3 points)
এলাকার মসজিদে মুসল্লির সংখ্যা বেশি আর হেটে যেতে হয়।প্রতি কদমে গুনাহ মাফের দিক থেকে এবং বড় জামাত বিবেচনায় এলাকার মাসজিদে সাওয়াব বেশি হবে নাকি দুই জায়গাতেই জামাতের সমান সাওয়াব পাওয়া যাবে?তবে অলসতার কারণে অনেক সময় ফযর বা আসরে ছাদের মসজিদেই নামাজ পড়ে নেওয়া হয়।এখন কি আমার এলাকার মাসজিদে নামাজ পড়া করণীয় নাকি মসজিদ আবাদের নিয়তে ছাদের মসজিদে পড়া উচিত?

1 Answer

0 votes
by (573,660 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম


জামে মসজিদে নামাজ পড়লে এক নামাজে পাঁচশত নামাজের সওয়াব পাওয়া যাবে। 
(জামে মসজিদ বলা হয়, যাতে জুমআর নামাজ পড়া হয়ে থাকে।)

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا رُزَيْقٌ أَبُو عَبْدِ اللَّهِ الأَلْهَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " صَلاَةُ الرَّجُلِ فِي بَيْتِهِ بِصَلاَةٍ وَصَلاَتُهُ فِي مَسْجِدِ الْقَبَائِلِ بِخَمْسٍ وَعِشْرِينَ صَلاَةً وَصَلاَتُهُ فِي الْمَسْجِدِ الَّذِي يُجَمَّعُ فِيهِ بِخَمْسِمِائَةِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الأَقْصَى بِخَمْسِينَ أَلْفِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي مَسْجِدِي بِخَمْسِينَ أَلْفِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ بِمِائَةِ أَلْفِ صَلاَةٍ " .

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তির নিজ ঘরে এক ওয়াক্ত সালাত (নামায/নামাজ) পড়ার সওয়াব এক ওয়াক্ত সালাতেরই সমান, তার পাড়ার বা গোত্রের মসজিদে তার এক সালাত (নামায/নামাজ) পঁচিশ সালাতের সমতুল্য, জুমুআহ মসজিদে তার এক সালাত (নামায/নামাজ) পাঁচ শত সালাতের সমান। মাসজিদুল আকসায় তার এক সালাত (নামায/নামাজ) পঞ্চাশ হাজার সালাতের সমতুল্য, আমার মসজিদে তার এক সালাত (নামায/নামাজ) পঞ্চাশ হাজার সালাতের সমতুল্য এবং মাসজিদুল হারামে তার এক সালাত (নামায/নামাজ) এক লাখ সালাতের সমতুল্য।
(সুনানে ইবনে মাজাহ ১৪১৩)

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই, 
নিঃসন্দেহে জামে মসজিদে নামাজ পড়ারই ছওয়াব বেশি হবে।
বাসার ছাদের উপর যেই মসজিদের কথা উল্লেখ রয়েছে,এটি তো মসজিদের জন্য ওয়াকফকৃত নয়।
সুতরাং এটি আবাদ রাখার কোনো আবশ্যকীয়তা নেই।
তাই আপনার জন্য করনীয় হলো জামে মসজিদে গিয়েই সমস্ত ফরজ নামাজ আদায় করা।    


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...