আমি একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি।
বিকেলে আমার ক্লাস থাকে। মাগরিবের একটু আগে ভার্সিটির শেষ বাস ছাড়ে। এখানে ফ্রি মিক্সিং নেই। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে ইশার ওয়াক্ত শুরু হয়ে যায়। দাড়িয়ে মাগরিবের নামাজ পড়তে চাইলে মাঝরাস্তায় নেমে কোথাও পড়ে নিতে হয়। কিন্তু এতে পরে পাবলিক বাসে উঠতে হয় যেখানে গাইর মাহরামের স্পর্শ লাগে।
এই অবস্থায় কি আমি ক্লাসের জন্য সপ্তাহে কয়েকদিন বাসে বসে বাস চলন্ত অবস্থায় মাগরিবের নামাজ পড়তে পারবো?
বসে পড়াটা কি জায়েজ হবে এক্ষেত্রে?