আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
212 views
in সালাত(Prayer) by (3 points)
1. ইমাম যে নামাজ জোরে তিলাওাত করে না সে নামাজ এর সময় আমি যদি চুপ না থাকি তাহলে আমি কিশুধু ফাতিহা পরব ৪ রাকাতেই ?নাকি সেই সাথে সুরাও মিলাব ১ ও ২ রাকাত এবং ৩ ও ৪ রাকাত এ শুধু ফাতিহা পরব ?
২. আর যে নামাজ ৪ বা ৩ রাকাত সেই সকল নামাজ এ ইমাম আর পেছনে ৩ও৪ রাকাত এ শুধু ফাতিহা পড়া লাগে ঠিক ?

৩.নামায এ সুরার আয়াত ভুলে গেলে কি করব এবং  সাহু সেজদা লাগবে?

৪. যে নামার ৪ রাকাত সে নামাজ এ ২ নাম্বর রাকাত এ তাসাহুদ পড়া পর বুলেয় যদি দুরুদ গুরু করে দেই তাহলে কি বুঝার সাথে সাথে দাড়িয়ে যাব নাকি দুরুদ শেষ করে দাঁড়াবো ? এতে কি সাহু সেজবা আবশ্যক?

৫.বেতের নামাজ এ দুওা কুনুত পড়তে ভুলে গেলে কি করব?

1 Answer

0 votes
by (589,140 points)


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ইমামের পিছনে কিছুই পড়তে হয়না।
(২)
ইমামের পিছনে কিছুই পড়তে হবে না।
(৩)
সূরার আয়াত ভুলে গেলে রুকুতে চলে যাবে।যদি তিন আয়াত পরিমাণ না পড়ে থাকেন,তাহলে অন্য কোনো সূরা থেকে পড়ে নিবেন।আর সূরায়ে ফাতেহার আয়াত ভূলে গেলে পড়ার চেষ্টা করবেন।যদি সম্ভব না হয়, তাহলে সাহু সিজদা দিবেন।বা সূরায়ে ফাতেহার কোনো আয়াতকে একাধিক বার পড়লেও সাহু সিজদা দিতে হবে।
(৪)
আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত পড়ে নিলে তার স্বরণ হলে সাথে সাথেই দাড়িয়ে যেতে হবে।তারপর শেষে সাহু সিজদা দিতে হবে।

(৫)
বিতির নামায পড়ার সময়ে কেউ দু'আ য়ে কুনুত না পড়ে রু'কুতে চলে গেলে,সে রুকুতেই দু'আয়ে কুনুত পড়বে।যদি রুকুতেও না পড়ে তবে,যেহেতু দু'আয়ে কুনুত ওয়াজিব,তাই নামাযের শেষে সাহু সেজদা দিয়ে দিবে।সাহু সেজদা না দিলে ওয়াক্তের ভিতর হলে নামাযকে আবার দোহরাতে হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/4072

কুনুত সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2027


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...