বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ইমামের পিছনে কিছুই পড়তে হয়না।
(২)
ইমামের পিছনে কিছুই পড়তে হবে না।
(৩)
সূরার আয়াত ভুলে গেলে রুকুতে চলে যাবে।যদি তিন আয়াত পরিমাণ না পড়ে থাকেন,তাহলে অন্য কোনো সূরা থেকে পড়ে নিবেন।আর সূরায়ে ফাতেহার আয়াত ভূলে গেলে পড়ার চেষ্টা করবেন।যদি সম্ভব না হয়, তাহলে সাহু সিজদা দিবেন।বা সূরায়ে ফাতেহার কোনো আয়াতকে একাধিক বার পড়লেও সাহু সিজদা দিতে হবে।
(৪)
আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত পড়ে নিলে তার স্বরণ হলে সাথে সাথেই দাড়িয়ে যেতে হবে।তারপর শেষে সাহু সিজদা দিতে হবে।
(৫)
বিতির নামায পড়ার সময়ে কেউ দু'আ য়ে কুনুত না পড়ে রু'কুতে চলে গেলে,সে রুকুতেই দু'আয়ে কুনুত পড়বে।যদি রুকুতেও না পড়ে তবে,যেহেতু দু'আয়ে কুনুত ওয়াজিব,তাই নামাযের শেষে সাহু সেজদা দিয়ে দিবে।সাহু সেজদা না দিলে ওয়াক্তের ভিতর হলে নামাযকে আবার দোহরাতে হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/4072
কুনুত সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2027