আসসালামু আলাইকুম হুজুর,
নামাজ ভঙ্গের কারণ বিষয়ক কিছু জিজ্ঞাসা:
১. ইমামের সূরা তিলাওয়াতের সময় চুপ করে শুনতে শুনতে মনের অজান্তে মাঝে মাঝে অন্যকোনো বিষয় মনে চিন্তা আসে যেমন: পূর্বে ঘটা একটা ঘটনা, তারপর ঐ বিষয় নিয়ে ভাবতে ভাবতে জিহ্বা নড়ে দুই একটা কথা বের হয়ে যায় (আওয়াজ বিহিন) এবং এসব মনের অজান্তেই হয়; হুশ ফিরতেই নামাজে ফিরে আসি, এতে করে কি নামাজ ভেঙে যাবে?
২. শরীরে ব্যাথা থাকা অবস্থায় মনের অজান্তেই নামাজে আহ, উহ, এহ, উউ আওয়াজ বের হয়ে যায়, এতে করে কি নামাজ ভেঙে যাবে?