আসসালামু আলাইকুম হুজুর।দয়া করে সমাধান দেন।
১।কোন স্বামী যদি স্ত্রীকে কোন বিষয়ে শর্ত দেয় এভাবে বলে যে, " তুমি যদি কোনদিন এই কাজ করো / যদি কোনদিন এই কথা বলো তাহলে মনে করবা ওইদিনই সব শেষ।"""
এইখানে কোনদিন এই কথা বা কাজ না কর‍তে বলার কারনে কি আজীবন শর্ত থেকে যাবে? নাকি যেদিন স্ত্রী কাজটি করবে সেদিনই ১ তালা* বায়েন পতিত হবে। তাহলে পুনরায় বিয়ে করালেও কি শর্ত থাকবে?? নাকি শর্ত নিঃশেষ হয়ে যাবে??
এইখানে তো যতবার ততবার বলা হয়নি হুজুর।
এইখানে তো বলা হয়েছে কোনদিন এই কথা না বলতে, যদি বলে মনে করতে ওইদিনই সব শেষ। শেষ তো একদিনই করা যায়। ওইদিন বলতেও একদিনকেই বুঝানো হয়েছে তাহলে হুকুম কি??
২। কোন স্বামী যদি এক বিষয়ে তালাকের শর্ত দেয়, যেমনঃ শর্ত দেওয়ার সময় যদি বলে তুমি কোনদিন এই কাজ করবা না/ করলে তা****।
তারপর পরবর্তীতে স্ত্রী যখন জিজ্ঞেস করে যে কোন কাজের কথা বলেছে?? তখন যদি স্বামী উত্তর দেয় অন্য কোন কাজের কথা এটা হতে পারে সে ভুলে গিয়েছে যে প্রথমে কি নিয়ে শর্ত দিয়েছিল৷ তাহলে কি প্রথমবার যে কাজ দিয়ে শর্ত দিয়েছিল সেটা বহাল থাকবে?? নাকি ভুল করে স্ত্রী জিজ্ঞেস করার সময় অন্য কথা বলে ফেলার কারণে সে বিষয়ের উপরে চলে যাবে শর্ত??
যেমনঃ প্রথমে শর্ত দেওয়ার সময় যদি বলে, "রহিমের তালাকের বিষয়ে কথা না বলতে।"
এবং পরবর্তীতে বা কিছুদিন পর স্ত্রী জিজ্ঞেস করলে যদি বলে "তালাকের যেকোন বিষয়ে কথা বললে," এইটা বলেছিলাম।
তাহলে কো৷ বিষয়ের উপর শর্ত থাকবে?? ১ম বিষয় নাকি ২য় বিষয় যেটা সে আগের ঘটনা ভুলে যাওয়ার কারনে বলেছে।