আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
187 views
in সালাত(Prayer) by (50 points)
edited by
১. আমি অনেকদিন জামায়াতে নামাজে তাকবীরে তাহরীমার সময় শুধু হাত উঠাতাম, কিন্তু মুখে আল্লাহু আকবার বলতাম না। জানতাম না যে ঐটা না বললে নামাজই হয়না।

অনেকদিন এমন যাবার পর জানতে পারি, পরে তওবা করেছি। কিন্তু  এগুলোর কি কাজাও পড়ব, পড়লে কত ওয়াক্ত পড়ব, কতবার এরকম করেছি এখন তো জানিও না। কারণ একাকী পড়ার সময় মুখে আল্লাহু আকবার বলতাম।

২. দরূদের উচ্চারণে 'আলা এখানে ى এর জায়গায় ا এরমত উচ্চারণ করে ফেলেছি অনেকদিন, নামাজ কি সহিহ হয়েছে?

আমি ه ح ط ت ص س , কোথায় কি মনে রাখতে পারিনা, প্রায়ই ভুলে যাই, ভুলে গেলে ভূল উচ্চারণ হলে নামাজ হবে?

৩. নামাজের ভেতর ওযু ভাঙ্গলে যদি ২য় রাকাতে ওযু ভেঙে যায়, আবার ওযু করে এসে যদি অন্য কিছু না করে আবার ২য় রাকাতে যেখানে ওযু ভেঙেছে, সেখানে থেকে শুরু করলে নামাজ হবে?

৪. জামায়াতে মাঝখানে ওযু ভাঙলে, যদি ১ম রাকাতের শেষে ওযু ভাঙ্গে, তারপর ওযু করে এসে যদি দেখি ৩য় রাকাতে ইমাম, অর্থাৎ ১ম, ৩য় আর ৪র্থ রাকাত পাই, তাহলে সালাম ফেরানোর পর নামাজ কিভাবে শেষ করব? শুধু এক রাকাত একা পরে নিলেই হবে?

৫. নামাজে গলা পরিষ্কারের জন্য একদিন কাশি দিয়েছিলাম, তখন মাসআলা ভালোমত বুঝতে পারিনি, এখন জানলাম একদম জরুরী, মানে কাশি দিতই হবে এমন ছাড়া কাশি দেয়া যাবেনা, তো ওই নামাজ তো ভেঙে গিয়েছে, এখন ওই নামাজ কোন ওয়াক্তের নামাজ ছিল, কোনদিন এর নামাজ ছিল মনেও নাই। কি করব?

৬. ফরজ নামাজে সিজদায়ে আর দরুদ এরপর কুরআন, হাদিসের দোয়াগুলো পড়া যাবে?

৭. ঘরে বিভিন্ন প্রয়োজনীয় বই থাকে যেগুলোর কভারে প্রাণীর ছবি থাকে, সেগুলার বিধান কি? এরজন্য ফেরেশতা কি আসবে না? কি করব বইগুলোর।

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/2570 নং ফাতাওয়ায় বলেছি যে,
নামাযে নিম্নস্বরে কেরাতের সর্বনিম্ন সীমা হল, জবান নাড়িয়ে তেলাওয়াত করা।এ বিষয়ে সবাই একমত।তবে আওয়াজ কি নিজ কান দ্বারা শ্রবণ শর্ত? এ সম্পর্কে উলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে।যা আমরা ইতিপূর্বে দেখেছি।বিশুদ্ধ কথা হল,নিম্নস্বরে তেলাওয়াত এমনভাবে করতে হবে, যাতে নিজ কর্ণ দ্বারা শ্রবণ করা যায়।এবং এটাই উত্তম। এবং ইহাই নামাযকে ফাসাদ থেকে বাঁচিয়ে রাখার সতর্কতামূলক পদক্ষেপ। তবে যেহেতু কেউ কেউ যেমন ইমাম কারখী রাহ নিজের কর্ণ দ্বারা শ্রবণকে জরুরী মনে করেন না।তাই কেউ যদি জবান নাড়িয়ে এমনভাবে তেলাওয়াত করে নেয় যে,সে নিজের কর্ণ দ্বারা তা শ্রবণ করেনি।তাহলেও তার নামায হয়ে যাবে।যদিও এটা অনুত্তম ভাবে আদায় হয়েছে।
কিন্তু যদি কেউ জবান না নাড়ায়,বরং অন্তরে অন্তরে তেলাওয়াত করে নেয়,তাহলে এ তেলাওয়াত  নামাযের জন্য যথেষ্ট হবে না।(কিতাবুল-ফাতাওয়া-২/২০৪)
আরো বর্ণিত রয়েছে-(তাবয়ীনুল হাকায়েক-১/১২৭,বাহরুর রায়েক-১/৩৫৬)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
তাকবীরে তাহরিমাকে ঠোট নাড়িয়ে বলা ফরয।যতগুলো ঠোট নাড়িয়ে পড়া হয় নাই। সেই সব নামাযকে এখন সতর্কতামূলক দোহড়িয়ে নেওয়া উচিৎ।সুতরাং যথাসম্ভব অনুমান করে ঐ সব নামাযকে আবার দোহড়িয়ে পড়ে নিতে হবে,যেগুলোতে ঠোট নাড়িয়ে তাকবীরে তাহরিমা বলা হয় নাই।

(২)
যেহেতু আপনার বর্ণিত বিষয়ে অর্থে কোনো পরিবর্তন আসেনি, তাই আপনার নামাযে কোনো সমস্যা হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1126

(৩)
জ্বী, যেখানে অজু ভঙ্গ হয়েছে, সেখান থেকেই আবার নামায শুরু করে নিবেন।

(৪)
ইমামের সালাম ফিরানোর পর এক রাকাত পড়ে তারপর সালাম ফিরিয়ে নিবেন।

(৫)
অনুমান করে সেই নামাযকে কাযা করে নিবেন। যদি শতচেষ্টার পরও স্বরণে না আসে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।

(৬)
মলিটের ভিতরে ছবি থাকলে,সেই ছবি ফিরিশতার জন্য প্রতিবন্ধক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...