আসসালামু আলাইকুম হুজুর। এই বিষয়ে শেষ প্রশ্ন।
কোন স্বামী তার স্ত্রীকে বললো এই বিষয়ে কোন কথা বলবা না, বললে মনে করবা ওইদিনই সব শে*। স্ত্রী বার বার জিজ্ঞেস করে সে অন্য ধরনের কিছু মিন করেছে কিনা৷ স্বামী বিরক্ত হয়। তারপর স্ত্রী যখন জিজ্ঞেস করে তুমি সিরিয়াস কিছু মিন করোনি তো? স্বামী বলে হ্যাঁ করেছি তো কি হয়েছে??
আপনি বলেছিলেন উক্ত ঘটনায় তালাকের মিথ্যা স্বীকারোক্তি হয়নি৷ কারন প্রশ্নে তা**** ছিল না।
১। ## এরপর স্ত্রী যদি স্বামীকে বলে, তুমি হ্যাঁ করেছি কেন বললা?আমিতো সিরিয়াস কিছু বলতে তালা*** কথা বুঝিয়েছিলাম। তারপর যদি স্বামী বলে, তুমি বার বার প্রশ্ন করে আমাকে বিরক্ত করেছ তাই বলেছিলাম "হ্যাঁ করেছি। " এইখানে তো স্বামী জানে স্ত্রী সিরিয়াস কিছু বলতে তালাকের কথা মিন করেছিল৷ এখন স্বামী জানার পর যদি উত্তর দিল সে বিরক্ত হয়ে, "" হ্যাঁ বলেছি/হ্যাঁ করেছি" বলেছে। এতে কি এই ঘটনায় তালাকের মিথ্যা স্বীকারোক্তি হবে??? তারা পূর্বের ঘটনা টা নিয়ে আলোচনা করছিল, আর এইখানে স্ত্রী তালাকের প্রশ্ন করেনি। তাও স্ত্রী যে বললো সে সিরিয়াস কিছু বলতে তালা*** কথা বুঝিয়েছিল এবং স্বামী যদি উত্তর দেয় সে বিরক্ত হয়ে উত্তর দিয়েছিল এতে কি মিথ্যা স্বীকারোক্তি হবে??
২। কোন স্বামী যদি স্ত্রীকে তালা*** শর্ত দেওয়ার জন্য বলে যে, " এই বিষয়ে আর কোনদিন কিছু বলবা না, যদি বলো তাহলে মনে করবা অইদিনই সব শে*,"""
এইখানে স্বামী শর্ত দেওয়ার পর যদি স্ত্রী কাজটি করে ফেলে তাহলে কি ১ তালা* বায়ে* পতিত হয়ে শর্ত নিঃশেষ হয়ে যাবে?? নাকি স্ত্রী যতবার সেই কথা বলবে ততবারই শর্ত পরতে থাকবে??
কারন শর্ত বলার সময় তো যতবার ততবার শব্দ ব্যবহার করা হয়নি। বলেছে আর কোনদিন কিছু না বলতে। যদি বলে তাহলে অইদিনই সব শে*. এইখানে ওইদিনই সব শে* বলতে তো একদিনকেই বুঝানো হয়েছে৷ তাহলে কি বার বার শর্ত থাকবে নাকি স্ত্রী একবার ওই বিষয়ে কথা বললে শর্ত শেষ হয়ে যাবে??