আসসালামুআলাইকুম
হুজুর আমার ছোটভাই এর কিছুদিন আগে বিয়ে হয়,যার সাথে বিয়ে হয় তার সাথে তার ২ বছর রিলেশন ছিল, বিয়ে হওয়ার কিছুদিন আগে তদের পারিবারিকভবেও এংগেসমেন্ট হয়, কিছুদিন পর এই পারিবারিক ভবে আমরা বিয়ের আয়জন করি, তো বিয়ের দিন কাজি সাহেব দুই পরিবার এর উপস্থিতি তে ২ জন সাক্ষি রেখে দেনমহর থিক করে সাক্ষি দের সামনে কাবিন নামা নিয়ে এসে বর -কনে দুজনকেই সাইন করতে বলেন পরে তারা দুজন এই সাইন করে পরে কাজি দোয়া পরে বিয়ে সম্মন্ন করে এখন আমার প্রশ্ন হচ্ছে তারা যে কবুল কথাটি উচ্চারণ করলো না এতে কি বিয়ে সহিহ হবে?? তারা দুজন এই কিন্ত বিয়েতে রাজি ছিল