আমার সম্পর্কটা ৫ বছরের। ছোট ছিলাম, ধর্ম সম্পর্কে জ্ঞান ছিল না। ভালোবাসাকে পবিত্র ভাবতাম তখন। নেহাৎ এই ভাবনা থেকেই ভালোবাসাটা হয়ে যায়। এখন বড় হওয়ার সাথে নিজ থেকেই বুঝেছি ঈমান এবং পবিত্রতা সবচেয়ে বড়। হারাম প্রেম ঈমানের ঘাটতি, নামাযে মন উদাসীন হওয়ার কারণ প্রেম। যা কিছু অমঙ্গল হয় সবকিছুর জন্য দায়ী এই হারাম প্রেমকেই মনে হয়। এমনভাবে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। মনোবল পাই না কিছুতে৷ আবার যাকে ভালোবেসে ফেলছি, যার মায়ায় জড়িয়ে গেছি তাকে অনেকবার ছেড়ে দিতে চেয়েও পারিনি। তাই ভাবলাম বিয়ে করবো আমরা। বাসায় বলি দুজনই। উনি স্টুডেন্ট, মাস কয়েকের মধ্যে ইউরোপ চলে যাবেন। তাই উনার আব্বা বিয়েতে রাজি না। প্রাক্টিসিং মুসলমান না হওয়াতে উনার আব্বা এবং আমার আব্বা দুজনই ভাবে, ছেলে ইনকাম করুক, টাকা জমাক এরপর দুমদাম করে বিয়ে করাবো। ৫ বছর পর এসে বিয়ে করে নিয়ে যাবে৷ এখন কাবিন করলে নাকি তাদের সম্মান যাবে। অনুষ্ঠান ছাড়া তাদের বংশে কখনো বিয়ে হয়নি, হবেও না। দুজনই বললাম, আমরা পাপ থেকে বাঁচতে বিয়ে করতে চাই। আমরা যিনায় আর থাকতে চাই না। উনারা শুনলেন না। উল্টো বিদ্রুপ করলেন, 'তোরা কি মাদ্রাসায় পড়ছস? নাকি আলেমের ঘরে জন্মাইছস? কাবিন করে ফেলতি লুকিয়ে-চুরিয়ে। আমরা পুরো শহর জানিয়ে বিয়ে করাবো।'
কিছুতেই উনার আব্বা এবং আমার আব্বা এখন বিয়েতে রাজি না। আমাদের বয়স কম + ছেলে ইউরোপ যাবে টাকা খরচ হবে, অনুষ্ঠান সম্ভব না৷ আর অনুষ্ঠান ছাড়া কাবিন করবে না। উনাদের মতে, প্রেম করতেছো করো। আংটি পরিয়ে রাখি। ৫ বছর পর তো আসতেসেই। আর যদি এতোই প্রয়োজন থাকে বিয়ের নিজেরা একা করে নেও।
আমাদের পক্ষে একমাত্র আমার আম্মু। আমার আম্মু ধার্মিক,পর্দাশীল। আমি সম্পর্কে আছি জেনেই রাগ করছিলেন। কিন্তু উনি বিয়ে দিতে আগ্রহী। আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। এখন যদি আমার আম্মু আমার বাবার অনুমতি ছাড়া একা আমাদের বিয়ে দেন, সেই বিয়ে কি হালাল হবে?
আমি এটাই জানতে চাই।