জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান অনুযায়ী নবজাতক বাচ্চার ডান কানে আজান ও বাম কানে ইকামত দেয়া সুন্নত।
(ছেলে মেয়ে উভয়ের জন্যই আজান দেবার বিধান সমান।)
এটা হাদীস দ্বারা প্রমানীত।
হযরত হাসান রাঃ এর জন্মের সময় স্বয়ং রাসুলুল্লাহ সাঃ তার কানে আযান দিয়েছিলেন।
(কিতাবুন নাওয়াজেল ১৪/৬৮৪)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي عَاصِمُ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ حسن
উবাইদুল্লাহ ইবনু আবূ রাফি (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ফাতিমাহ (রাঃ) যখন আলী (রাঃ)-এর পুত্র হাসান (রাঃ)-কে প্রসব করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে সালাতের আযান ন্যায় আযান দিয়েছিলেন।
তিরমিযী ১৫১৪, আবূ দাঊদ ৫১০৫, ইরওয়া ১১৭৩, মুসনাদে আহমাদ ২৩৮৬৯, শু‘আবুল ঈমান ৮৬১৭।
বিস্তারিত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে জমজ সন্তানদ্বয়ের শরীর আলাদা আলাদা স্বয়ংসম্পূর্ণ হয়,তাহলে উভয়ের কানেই আলাদা ভাবে আযান ইকামত দিবে।
তবে উলামায়ে কেরামগন বলেছেন যে এক্ষেত্রে দুইজনকেই পাশাপাশি এক জায়গায় রেখে একসাথে একটু আওয়াজে তাদের কানে একবার আযান ইকামত দিলে সেটিও যথেষ্ট হবে।
,
আর যদি জমজ সন্তানদ্বয়ের শরীর এক সাথে মিলিত হয়,এক সাথে যুক্ত থাকে,তাহলে এক আযান,এক ইকামতই যথেষ্ট হবে।