আসসালামুয়ালাইকুম,
স্বামী দিরঘসময় ধরে খবর রাখেনা, ভরনপোষণ তো দেয় ই না। এমতাবস্তায়, কাজি অফিস থেকে যে তালাক দেয়া হয় মেয়ের মাধ্যমে সেটার নিয়মটা কি ইসলামি শরিয়াহ অনুযায়ী? কাজি অফিস থেকে বলা হয়েছে নির্ধারিত একটি ফী দেয়া বাবদ দুইজন পুরুষ আত্মীয়র উপস্থিতিতে সাইন করার পর তিন মাস ১০ দিন পর সেটা কারজকর হবে এমন্তাই সম্ভবত, যে কাগজ ছেলেকে পাঠানো হবে সেটায় যদি সে সাইন নাও করে, তাহলেও কি এই তালাক অই সময়ের পরে কারজকর হয়ে যাবে?
উল্লেখ্য, মেয়ের পক্ষ থেকে অনেকভাবে চেস্তা করা হয়েছে, ছেলে সংসার করতে চাইছিল, কিন্তু, তার বাবা-মা, ভাই-বোন, খালারা দিবেনা, আর ছেলে ও তাদের বিরুদ্ধে যেয়ে কিছু করবেনা।
যাজাকাল্লাহু খাইরান।