আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
238 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (66 points)
আসসালামু আ'লাইকুম,
(১) কোনো পুকুর যদি ১০০ বর্গহাত হয় কিন্তু সেখানে ১০০ বর্গহাত পরিমাণ পানি না থাকে, তার থেকে কম থাকে তাহলে কি সেখানে ১ ফোঁটা নাপাকি থাকলে সম্পূর্ণ পুকুরের পানি নাপাক হয়ে যাবে?
(২) সকাল সন্ধ্যার দোয়া গুলো; যেমন ফজরের ওয়াক্তের মধ্যে ই কি দোয়া গুলো পড়তে হবে নাকি ফজরের পর হারাম ওয়াক্ত চলাকালীন এবং তারপরেও পড়া যাবে?  এতে কি একি সাওয়াব পাওয়া যাবে?
(৩)  সূরা মুলক না পড়ে শুধু তিলাওয়াত শুনলে কি কবরের আজাব থেকে মাফ পাওয়া যাবে? নাকি এটার জন্য তিলাওয়াত ই করতে হবে?

1 Answer

0 votes
by (574,260 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
হাউজ অথবা পুকুরের পানি যদি ১০০ বর্গহাত অথবা তার চেয়ে অধিক হয় তাহলে উক্ত পানি শরীয়তের দৃষ্টিতে ‘বেশি পানি’ হিসেবে গণ্য হবে, যার মধ্যে নাপাক পড়ে নাপাকি প্রকাশ না হওয়া পর্যন্ত পানি নাপাক হয় না। আর পানির পরিমাণ এর চেয়ে কম হলে তা কম পানি হিসেবে বিবেচিত হবে, তাতে নাপাক পড়লেই পানি নাপাক হয়ে যাবে।
বেশি পানিতে নাপাকি প্রকাশের  দ্বারা উদ্দেশ্য হলো পানির রং, গন্ধ ও স্বাদ এ তিনটি গুণাবলি হতে যেকোনো একটি গুণ বিনষ্ট হয়ে গেলেই বেশি পানি নাপাক হয়ে থাকে। 

হাদীস শরীফে এসেছেঃ 
আবূ সাঈদ আল খুদরী (রাঃ) সূত্রে বর্ণিত।
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ : " أَنَّهُ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَنَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ وَهِيَ بِئْرٌ يُطْرَحُ فِيهَا الْحِيَضُ وَلَحْمُ الْكِلَابِ وَالنَّتْنُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:  الْمَاءُ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ  " .
 একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হলো, ‘আমরা কি (মদীনার) ‘বুযাআহ’ নামক কূপের পানি দিয়ে অযু করতে পারি? কূপটির মধ্যে মেয়েলোকের হায়িযের নেকড়া, কুকুরের গোশত ও যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ পানি পবিত্র, কোন কিছু একে অপবিত্র করতে পারে না।(সুনানু আবি-দাউদ-৬৬)

হযরত আবু উমামা বাহিলি রাযি থেকে বর্ণিত
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:   إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ، إِلَّا مَا غَلَبَ عَلَى رِيحِهِ وَطَعْمِهِ وَلَوْنِهِ
রাসূলুল্লাহ সাঃ বলেন,পানি মূলত পবিত্র।তাকে কোনো জিনিষ নাপাক করতে পারে না।তবে পানির গন্ধ, স্বাদ ও রং পরিবর্তন হয়ে গেলে সে পানি জায়েয হবে না।(সুনানু ইবনি মা'জা-৫২১)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত পুকুর যদি চারিদিকে ১০ হাত বাই ১০ হাত হওয়ার পরেও তাতে পানি কম থাকে,তাহলে সেখানে ১ ফোঁটা নাপাকি থাকলে/পড়লে সম্পূর্ণ পুকুরের পানি নাপাক হয়ে যাবে।

(০২)
হারাম ওয়াক্ত শুধু মাত্র নামাজের জন্য হারাম ওয়াক্ত হিসেবে নির্দিষ্ট।
সেই সময় দোয়া, কুরআন তিলাওয়াত করতে কোনো সমস্যা নেই।
,
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে ফজরের পর হারাম ওয়াক্ত চলাকালীন এবং তারপরেও পড়া যাবে।
এতে একই সাওয়াব পাওয়া যাবে।

সন্ধ্যার দোয়া গুলি ঘুমানোর আগে পড়লেও ফজিলত পাওয়া যাবে,ইনশাআল্লাহ। 

(০৩)
সূরা মুলক না পড়ে শুধু তিলাওয়াত শুনলে কবরের আজাব থেকে মাফ পাওয়া যাবেনা।
এই ফজিলত লাভের জন্য প্রতি রাতে ঘুমানোর আগে তিলাওয়াত ই করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 140 views
...