আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
260 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (1 point)
এক বোন আমাকে তার যাকাতের ১ লক্ষ্য টাকা দিয়ে বলেন উপযুক্ত কাউকে যাকাতের টাকাটা দিয়ে দিতে।
আমার বাবা অসুস্থ। তার পেনশনের টাকা প্রতিমাসে ঐষধ বাবদ লাগে। তার নিসাব পরিমান সম্পত্তি এক বছর জমা থাকেনা। বেতনের টাকা প্রতিমাসেই চিকিৎসা বাবদ খরচ হয়। তার নিজের কোনো ঘর নাই। ছেলেমেয়েদেরও সামর্থ্য নাই।
ওই বোনকে জানাতে লজ্জা লাগছে যে আমি আমার বাবাকেই অই বোনের যাকাতের টাকা দিতে চাই। তিনি যেহেতু নির্দিষ্ট করে বলেন নাই কাকে দিতে হবে, তার কাছে আমার বাবার কথা উল্লেখ না করে ( বয়স্ক মানুষকে ঘর তোলার জন্য দেওয়া হচ্ছে বলে) বাবাকে ঘর তুলে দেওয়ার জন্য যাকাতের টাকাটা দেওয়া যাবে কিনা? যদিও তিনি জানতে চান নাই কাকে দিচ্ছি। শুধু বলেছেন নিসাব পরিমান সম্পত্তি যার নেই তাকে পৌছাতে।

1 Answer

0 votes
by (583,410 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যাকাতের খাত সম্পর্কে আল্লাহ তাা'আলা বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ
যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান।আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।(সূরা আত-তাওবাহ-৬০) বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/699

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যাকাতের টাকা উপরোক্ত আট খাতের যেকোনো একটি খাতেই দিতে হবে। আর এই আটটি খাতের মধ্যে গরীব হওয়াটাই মুখ্য বিষয়। সুতরাং যাকাত শুধুমাত্র গরীবকেই দিতে হবে।গরীব ব্যতিত অন্য কাউকে যাকাত দেয়া যাবে না। যেহেতু আপনার বাবা গরীব নিঃস্ব, তার কাছে কিছুই নেই, এবং যাকাতের টাকা বলে দেয়ারও কোনো প্রয়োজন নাই, বরং যেকোনো ভাবে হকদ্বারের নিকট পৌছাই শর্ত, সুতরাং আপনি ঐ মহিলার যাকাতকে আপনার বাবার নিকট পৌছাতে পারবেন।মহিলাকে বলতে হবে না যে, কাকে দিচ্ছেন, বরং মহিলার নির্দেশমত যে কোনো গরীবকে দিয়ে দিলেই মহিলার পক্ষ্য থেকে যাকাত আদায় হয়ে যাবে।
হ্যা, আপনার বাবার কথা যদি মহিলাকে জানিয়ে দিয়ে দেন, তাহলে সেটা কতইনা উত্তম হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...