১)শির্ক করলে স্ত্রীকে তালাক দেওয়া লাগবে, এই ভয়ে যদি কেউ শিরক থেকে বেঁচে থাকে তবে কি তার গুনা হবে???
২)কাছে প্রশ্ন করেছিলাম যে, বিয়ের আগে প্রেম করা হারাম জেনেও সে সম্পর্ক ছাড়তে না পারলে কি শিরক হবে??
আমি জানতে পারি যে এটা কবিরা গুনা, কিন্তু শির্ক না।
তখন আমি ভাবলাম শিরক যেহেতু না তাহলে চালিয়ে যাই।
যদিও এটা কে আমি কবিরা গুনাহ বলেই জানি। এতে কি আমার কুফর বা শিরক হবে??
এই যে কোন গুনাহ শিরক না এজন্য সেটা বাদ দিলাম না এতে কি শিরক হবে??
৩)ধরুন,আমার কাছে দুইটা পথ আছে অবলম্বন করার মত।
যদি প্রথম পথে যাই তবে আল্লাহর অসন্তুষ্ট হন না এবং আমার দুনিয়া লাভজনক থাকছে।
আর দ্বিতীয় পথে গেলে আল্লাহ অনেক সন্তুষ্ট হন কিন্তু আমার দুনিয়াবী জীবনে একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
আমি যদি প্রথম প্রকার জীবন কামনা করি আল্লাহর কাছে তবে কি শিরক হবে??
৪)গত তিনদিন আগে কি যেন একটা বিষয় নিয়ে ভাবতে ভাবতে এমন একটা অবস্থা হয়েছিল যে যদি পরাশুনা ছেড়ে না দেই,তবে শিরক হবে।ঠিক কি নিয়ে চিন্তা করতে করতে অবস্থায় পড়েছিলাম এখন মনে নাই।
এখন যদি পরাশুনার বিষয় নিয়ে আকিদা ঠিক করে নেই,মানে পরাশুনা নিয়ে আমার আকিদা হচ্ছে,"এটা হালাল দুনিয়াবি কাজ।আমি পরলে আল্লাহ আমাকে ভালো ফলাফল করায় দিবেন।এর বাইরে পরাশুনা নিয়ে আর কোন বিশ্বাস বা আকিদা নাই"
তাইলে কি পরাশুনা চালায় যাইতে পারব???