জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ بْنِ سُلَيْمَانَ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو أَيُّوبَ- يَعْنِي الإِفْرِيقِيَّ - عَنْ عَاصِمٍ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ وَمَعْبَدٍ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ، قَالَ: حَدَّثَتْنِي حَفْصَةُ زَوْجُ النَّبِيِّ صلي الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم: كَانَ يَجْعَلُ يَمِينَهُ لِطَعَامِهِ وَشَرَابِهِ وَثِيَابِهِ وَيَجْعَلُ شِمَالَهُ لِمَا سِوَى ذَلِكَ .
হারিসাহ ইবনু ওয়াহ্ব আল-খুযাঈ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী হাফসাহ (রাঃ) আমাকে বলেছেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য গ্রহণ, পানীয় পান ও পোশাক পরিধানের কাজ ডান হাতে করতেন। এছাড়া অন্যান্য কাজ বাম হাতে করতেন।
(সুনানে আবু দাউদ ৩২, মুসনাদে আহমাদ (৬/২৮৭), হাকিম (৪/১০৯)।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
উক্ত হাদীসের উপর ভিত্তি করে ইসলামী স্কলারগন বলেন যে প্রত্যেক ভালো কাজ ও ভালো স্থানে ডানকে প্রাধান্য দেওয়া আর প্রত্যেক মন্দ কাজ বা মন্দ স্থানে বামকে প্রাধান্য দেওয়া সুন্নাত।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে ঐ রুমে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করবেন।
এবং বাথরুমে প্রবেশের নিম্নোক্ত দোয়া পড়বেন।
بِسْمِ اللهِ اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُبِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ.
★গোসল চালাকালিন সময়ে কথা বলা সংক্রান্ত প্রশ্নে উল্লেখিত তথ্য কুরআন হাদীসে নেই।