জবাবঃ-
crowd1 সম্পর্কে গুগল থেকে আমরা যা জানতে পেরেছি,সেই ব্যখ্যার আলোকে আমরা শরয়ী হুকুম আরোপ করছি।আমাদের উল্লেখিত নিম্নোক্ত ব্যখ্যা যদি সঠিক না হয়,তাহলে কমেন্টে বিস্তারিত ব্যখ্যা উল্লেখ করবেন।বা ইডিট করে উক্ত ব্যবসার বিস্তারিত পদ্ধতি উল্লেখ করবেন।জাযাকুমুল্লাহ।
Crowd1 হচ্ছে সুইডেনের একটি অনলাইন এডুকেশন কোম্পানি যেটা বর্তমান বিশ্বে সব চাইতে আলোচিত এবং সব চাইতে দ্রুত বর্ধনশীল অ্যাপিলিয়েট অনলাইন প্ল্যাটফর্ম। এটি মূলত বিভিন্ন অনলাইন ডিজিটাল প্রোডাক্ট, অনলাইন গেমিং, এডুকেশন এই সব কোম্পানির মার্কেটিংয়ের জন্য কাজ করে। Crowd1 মূলত এখন যা করছে প্রথমে তারা মানুষকে Crowd এর সাথে কানেক্ট করে বিশাল সংখ্যক মেম্বার তৈরি করছে। এবং এক্ষেত্রে তারা বেশ সফলও, ইতোমধ্যে তারা ১ কোটিও বেশি সদস্যের একটা জনবহুল প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে সারা পৃথিবী থেকে! যেটার সংখ্যা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। আর এই বিশাল সংখ্যক মেম্বার দিয়ে তারা পৃথিবীর বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম গুলোর সাথে কানেক্ট হয়ে ঐ সব কোম্পানি গুলোকে প্রমোট করে হাইয়ার পজিশনে নিয়ে যাচ্ছে এবং এর পরবর্তী আরো যে কোম্পানি গুলো যুক্ত হবে সেগুলোকেও নিয়ে যাবে এমন শর্তে এটির অগ্রযাত্রা। কারণ Crowd1 এর এতবড় কমিউনিটিতে যদি আসে তাহলে নিশ্চিন্তে যেকোনো কোম্পানি অনেক বেশি ভিউয়ার্স এবং সাসক্রাইবারস পাবে যেটা তাদের মার্কেট পজিশনটাকে অনেক বেশি হাইয়ার পজিশনে নিয়ে যাবে। এবং তাদের ইনকামও সে হারে দ্রুত বৃদ্ধি পাবে। আর সেক্ষেত্রে যখন তাদের এই পার্টনারশীপ কোম্পানি গুলো বিশাল সংখ্যক অর্থ আয় করে/করবে তখন এখান থেকে Crowd1 একটা বিশাল সংখ্যক কমিশন আয় করে। আর Crowd1 এর আয়কৃত কমিশন গুলো তারা তাদের সদস্যদের মধ্যে ভাগ করে দেয়। এবং সেই সুবাদে ইতোমধ্যে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি Crowd1 এর সাথে পার্টনারশীপ করে অর্থ আয় করছে এবং প্রফিট ভাগ করছে। এটাই মূলত Crowd1 এর মূল কনসেপ্ট।
Crowd1 মূলত কেমন তা বুঝতে দুইটা একটা উদাহরণের মাধ্যমে আরেকটু বেশি ক্লিয়ার হওয়া যায়। আর উদাহরণের তালিকায় যারা আছে তারা এই ব্যবসাতে ইতোমধ্যে বেশ সফলও।
★ পাঠাওঃ আমরা সবাই চিনি পাঠাও কোম্পানিকে। পাঠাও হচ্ছে বাংলাদেশের একটি রাইড শেয়ারিং কোম্পানি যেখানে তারা Raider এবং Passenger দের মধ্যে কানেক্ট ঘটিয়ে একটি নিদিষ্ট সংখ্যক কমিশন তৈরি করছে। আর এই ছোট ছোট কমিশনের মাধ্যমে একটা সময় তারা বিশাল সংখ্যক অর্থ আয় করছে এই প্ল্যাটফর্ম থেকে। আর Raiders ও Passenger এর মধ্যে কানেক্ট ঘটিয়ে ইতোমধ্যে তারা এই ব্যবসাতে বেশ সফল।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আমরা যা বুঝেছি সেটা হল, গ্রাহক এবং কম্পানির মধ্যে লিয়াজু করে দেয়া।মোটকথা দালালি করা।দালালি করা জায়েয।
সুতরাং যদি তাতে অন্য কোনো হারাম না থাকে,তাহলে এ ব্যবসা নাজায়েয হওয়ার আপাতত কোনো কারণ দেখা যাচ্ছে না।তাই জায়েযই হবে।আল্লাহু আ'লাম।