আসসালামু আলাইকুম,১/ আমি কিছুদিন আগে জানতে পারি যে মেয়েদের জন্য স্বর্ণ বা রুপা বাদে অন্য ধাতুর আংটি ব্যবহার জায়েজ নয় এটি কি শুধু আংটির ক্ষেত্রে ই প্রযোজ্য নাকি অন্যান গহনা চুড়ি, হার,নাকফুল,নুপুর এসবের ক্ষেত্রে ও প্রযোজ্য।
২/ছেলেরা ও কি অন্য ধাতুর আংটি ব্যবহার করতে পারবে না?
৩/আমি একজনের কাছে শুনেছি লোহা, তামা, এইসব দিয়ে জাহান্নামে শাস্তি দিবে তাই এইসব ধাতু হারাম এটার সত্যতা কতটুকু?
৪/বর্তমানে সিটিগোল্ড বা ইমিটিশনের গহনার খুব প্রচলন এগুলো ও কি এসকল ধাতুর অন্তর্ভুক্ত?