বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/8150 নং ফাতাওয়ায় বলেছি যে,
আংটি রাসূলুল্লাহ সাঃ ব্যবহার করেছেন।এজন্য পুরুষ মহিলা সবার জন্য আংটি ব্যবহার জায়েয।মহিলারা স্বর্ণ,রূপা ইত্যাদি ধাতু দ্বারা আংটি ব্যবহার করতে পারবে।
তবে পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহারের কোনো অনুমোদন নেই।হ্যা রুপার আংটি ব্যবহারের অনুমোদন রয়েছে।কারো কারো মতে তা সুন্নাত ও। কিন্তু রূপা ব্যতিত অন্য কোন ধাতু দ্বারা পুরুষরা কি আংটি ব্যবহার করতে পারবে?
এ সম্পর্কে ফুকাহাদের মতবিরোধ রয়েছে,
এবং এ মতবিরোধের কারণ আংটি সম্পর্কে পরস্পর বিরোধী হাদীস সমূহ।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/8150
মোটকথা-
লোহার আংটি ব্যবহার নিয়ে ফুকাহাদের মতপার্থক্য বিদ্যমান রয়েছে।কিছু সংখ্যক হারাম বলেন,তাদের দলীল প্রথম হাদীস।আবার কিছু সংখ্যক জায়েয বলেন,তাদের দলীল শেষোক্ত দুইটি হাদীস।
প্রথম হাদীস অন্যান্য হাদীসের মুকাবেলায় সনদের দিক দিয়ে দুর্বল,তাই কিছু সংখ্যক ফুকাহায়ে কেরাম লোহার আংটি ব্যবহারের রুখসত দিয়েছেন।কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী পুরুষরা রুপার আংটি ব্যতীত অন্য কোনো আংটি ব্যবহার করতে পারবে না।
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মেয়েরা যে কোনো ধাতু ব্যবহার করতে পারবে।
(২)
পুরুষরা রুপা ব্যতিত অন্য কিছু ব্যবহার করতে পারবে না।
(৩)
জ্বী,
(৪)
এগুলো এ বিষয়ে বিজ্ঞজন তথা ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করবেন যে, এগুলো কি দ্বারা তৈরী।
মহিলার জন্য সব জায়েয।পুরুষের জন্য শুধুমাত্র রুপা।