আসসালামু আলাইকুম,
উস্তাদ, উল্লেখিত প্রশ্নের ২য় সুরত যেহেতু জায়েজ হবে না। এখন প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে, উনি ২য় সুরতে অনেক দিন পর্যন্ত ব্যবসা করে ফেলেছে। যা বাংলাদেশের ওই ক্লাইয়েন্ট জানে বা জানো হয় নাই। যেহেতু প্রশ্নকর্তা নিজেও জানতো না এই সুরুতে জায়েজ হবে না। এই হালতে প্রশ্ন কর্তার কি করনীয়?
সহজ করে বললে, প্রশ্নকারি এখন যদি সেই বাংলাদেশি ক্লাইয়েন্টকে জানাতে যায় তাহলে এই ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে একটু মনমালিন্য ও ব্যাবসায়িক সম্পর্কের অবনতি ঘটবে। অন্যদিকে বেশি দামে পন্য বিক্রি করায় সেই লোকের হকও এইখানে জড়িত আছে।
এই রকম পরিস্থিতে ইসালামের হুকুম ও বিধান কি হবে ?