ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নামাযের বিভিন্ন রুকুনে তাসবীহের সংখ্যা সম্পর্কে
চার মাযহাব সম্বলীত সর্ব বৃহৎ ফেক্বাহী গ্রন্থ
"আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায় "বর্ণিত রয়েছে,
وَالتَّسْبِيحُ فِيهِ لاَ يَتَحَدَّدُ بِعَدَدٍ، بِحَيْثُ إِذَا نَقَصَ عَنْهُ يَفُوتُهُ الثَّوَابُ، بَل إِذَا سَبَّحَ مَرَّةً يَحْصُل لَهُ الثَّوَابُ، وَإِنْ كَانَ يُزَادُ الثَّوَابُ بِزِيَادَتِهِ.
وَالزِّيَادَةُ عَلَى هَذِهِ التَّسْبِيحَاتِ أَفْضَل إِلَى خَمْسٍ أَوْ سَبْعٍ أَوْ تِسْعٍ بِطَرِيقِ الاِسْتِحْبَابِ عِنْدَ الْحَنَفِيَّةِ. وَفِي مُنْيَةِ الْمُصَلِّي: أَدْنَاهُ ثَلاَثٌ، وَأَوْسَطُهُ خَمْسٌ، وَأَكْمَلُهُ سَبْعٌ.
তাসবীহাত নির্দিষ্ট কোনো সংখ্যায় সীমাবদ্ধ নয়,যে এ পরিমাণ পড়তেই হবে নতুবা তাসবীহের আসল সওয়াব রহিত হয়ে যাবে,যদিও বেশী বেশী পড়লে বেশী বেশী সওয়াব পাওয়া যাবে।হানাফি মাযহাব অনুসারে মুস্তাহাব হিসেবে পাঁচ,সাত,নয় পর্যন্ত তাসবীহকে বর্ধিত করা যাবে।মুনয়াতুল মুসাল্লী কিতাবে বর্ণিত আছে,সর্বনিম্ন মুস্তাহাব হচ্ছে তিনবার,মধ্যম হচ্ছে পাঁচবার,আর পরিপূর্ণ হচ্ছে নয়বার। (আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায়,১১/২৮৬)
তবে এর থেকে বেশী পড়াও বৈধ রয়েছে এবং একবার পড়লেও মাকরুহে তানযিহির সাথে সুন্নাত আদায় হয়ে যাবে। যেমন চার মাযহাব সম্বলীত ফেক্বাহী গ্রন্থ আল-ফিকহু আলাল মাযাহিবিল আরবা'আহ তে বর্ণিত রয়েছে,
الحنفية قالوا: لا تحصل السنة إلا إذا أتى بثلاث تسبيحات، فإن أتى بأقل لم تحصل السنة.
হানাফি ফুকাহায়ে কেরামগণ বলেন, তিন তাসবীহ ব্যতীত সুন্নাত আদায় হবে না,যদি কেউ তিন থেকে কম পড়ে তাহলে সুন্নাত আদায় হবে না।(আল-ফিকহু আলাল মাযাহিবিল আরবা'আহঃ১/২৩৫)
ইবনে আবেদীন শামী রাহ বলেন,
قَوْلُهُ ثَلَاثًا) فَلَوْ تَرَكَهُ أَوْ نَقَصَهُ كُرِهَ تَنْزِيهًا كَمَا سَيَأْتِي
যদি কেউ তাসবীহকে একেবারেই তরক করে দেয় অথবা তিন থেকে কম পড়ে তাহলে মাকরুহে তানযিহি হবে। (রদ্দুল মুহতার ১/৪৭৬)
সারমর্মঃ
নামাযে তাসবীহ পড়া সুন্নাত,এর মুস্তাহাব সংখ্যা হচ্ছে তিন,পাঁচ,ওসাতএবং বেজোড় সংখ্যায় এর অধিক পড়াও বৈধ।এবং তিনের কম হচ্ছে মাকরুহে তানযিহি।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
শুধুমাত্র মাথাকে নিচু করে ঝুকে নিলেই রুক হয়ে যাবে।তাসবিহ না পড়লেও নামায হবে।হ্যা তাসবিহাত পড়া সুন্নত বা মুস্তাহাব।
(২)
আপনি সতর্কতামূলক আবার সমস্ত ঘরকে ধৌত করে নিবেন।