বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রিযিক আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন।আর যাকে ইচ্ছা তাকে মাহরুম করেন।
আল্লাহ তা'আলা বলেন,
وَمَا مِن دَآبَّةٍ فِي الأَرْضِ إِلاَّ عَلَى اللّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُّبِينٍ
আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে।(সূরা হুদ-০৬)
মানুষের হায়াত, মাওত, রিযিক, বিয়ে-শাদী সবকিছুই আল্লাহ তা'আলা নির্ধারিত করে রেখেছেন।দু'আ বা তদবীরের মাধ্যমে আল্লাহ তা'আলা মাঝেমধ্যে তাকদীরে মুআল্লাক কে পরিবর্তন করে থাকেন।
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
চাকুরী হওয়ার পর আল্লাহর হুকুম হলে ভালো জায়গায় বিয়ে হবে,বা ডিগ্রি হওয়ার পর আল্লাহর হুকুম হলে ভালো চাকুরী হবে।এমনটা আকিদা রাখা যাবে,এক্ষেত্রে শিরিক হবে না।তবে এমন আকিদা লালন করা যে,শুধুমাত্র চাকুরী হলেই বিয়ে হবে বা ডিগ্রি হলেই চাকুরী হবে এমনটা অবশ্যই শিরকি আকিদা।
প্রশ্নের বিবরণ অনুযায়ী, কোনো মুসলমানের জন্য এমন বাক্য উচ্ছারণ করা কখনো উচিৎ হবে না।তবে যদি কোনো মুসলমান বলেই ফেলে,তাহলে মুসলমান হিসেবে যেহেতু উনার অন্তরে আল্লাহ রয়েছেন,তাই উলামায়ে কেরাম বালাগত শাস্ত্রের মূলনীতি 'মুযাজ' এর আলোকে উক্ত বাক্যর মর্মার্থকে সংশোধন করে বক্তা কে শিরকের দিকে ধাবিত করেন না।বরং তখন অর্থ হবে,চাকুরী হলে আল্লাহর হুকুমে দ্রুত বিয়ে হবে।ইত্যাদি।