কিছু কাগজপত্র ডাকযোগ পাঠানোর জন্য এক দোকান থেকে একটা খাম কিনি (দাম নেয় ২ টাকা)। খামের উপর লেখার কাজ দোকানের ডেস্কের উপরেই সারি। দোকানদার থেকে স্ট্যাপলার চেয়ে নিই কাগজপত্র গুলো পিন করতে। এরপর তাকে বলি কাগজপত্রগুলো খামের ভিতর ঢুকিয়ে দিতে। এরপর সে তার ব্যবহার্য আঠা এনে দিয়ে বলে খামের মুখ লাগিয়ে দিতে। এসব কিছু শেষ হলে তাকে বলি, ❝ধন্যবাদ, অনেক কষ্ট দিলাম❞। সে বলে, ❝কই অনেক কষ্ট❞। তারপরও আমার মনে হয় দুই টাকার জিনিস কিনে উক্ত সেবা তার থেকে নেওয়া ভালো দেখায় না। তাই তার থেকে তাৎক্ষণিক না লাগা সত্বেও একটা স্ট্যাপলার ও একবাক্স পিন কিনি(৮০ টাকা)। কিন্তু বাড়িতে এসে মনে হয় তার কাছে আমি দেনা থেকে গেলাম কি। তাই পরের দিন আবার তার কাছে গিয়ে ওসবকিছুর জন্য প্যাকেজিং হিসেবে টাকা দিতে চাই কিন্তু সে টাকা নিতে রাজি হয় না।বলে ওসব কিছু না, কোনরকম দাবি নেই কোন বিনিময় চায় না। আবার, তার কথায় বোঝা যায় তারা এসব টুকটাক জিনিস করে দেয় যাতে কাস্টমার ধরে রাখা যায়। কিন্তু ওরকম মনে রেখে কারো কাছে যাওয়া বা ওরকম নৈতিকভাবে আটকে থাকতে আমি চাই না, এটা মানসিক বন্দিত্বের মত মনে হয়।
১/ এই সেবাটা নেওয়া শরীয়তের দৃষ্টিতে আমার জন্য বৈধ বা স্বাভাবিক হয়েছে কিনা?
(করোনা আসার পর আমি আরও মানসিক অসুস্থতায় পতিত হয়েছি। বর্তমানে নিজের বুদ্ধি এবং বিচারশক্তি লোপ পেয়েছে। আমি মানসিকভাবে সিদ্ধান্তহীনতায় ভোগা শুরু করেছি। তাই আপনাদের কাছে এসব প্রশ্ন করি। আল্লাহর বিধানে যেটা আসে, সেটাই আমি মাথা পেতে নিতে চাই।)
২/উক্ত খামে চাকুরির আবেদনপত্র পাঠাইছি। উক্ত দোকানদারের সাথে বিশুদ্ধ সমাধানে (আল্লাহ না করুন) না আসতে পারলে কি আমার চাকুরির আবেদনের বিশুদ্ধতা নষ্ট হবে?
৩/ সবচেয়ে দরকারি হিসেবে যেটা জানতে চাই তা হলো, কোন একটি দ্রব্য বা সেবা যেটা নেওয়া হয়েছে কিন্তু সেটার মূল্যও নির্ধারন করা হয়নি এবং পরিশোধেরও মেয়াদ নির্ধারণ করা হয়নি(যেমন উপরের ক্ষেত্রে) , সেক্ষেত্রে লেনদেন সম্পূর্ণ পরিশুদ্ধ হতে কী করতে পারি? নগদে দিলে যেটা দিতাম সেটা দিতে হবে, নাকি যে-কয়দিন দেরি হবে সেটাও বিবেচনা করতে হবে , নাকি দোকানদার যেটা চাইবে সেটা?
৪/ আর এ ধরনের লেনদেনে পরবর্তীতে মূল্য পরিশোধ করা হলেও, পরিশোধের আগ পর্যন্ত বস্তু বা সেবাটি ব্যবহার কি কাস্টমারের জন্য বিশুদ্ধ হবে? অর্থাৎ, শরীয়তে কেনাবেচার নীতি অনুযায়ী মূল্য পরিশোধিত হোক বা না হোক বস্তু বা সেবা ক্রেতার হস্তগত হলেই সেটা ব্যবহার তার জন্য বিশুদ্ধ হবে, নাকি পরবর্তীতে মূল্য পরিশোধের আগ পর্যন্ত যে ইউজটা হবে তা অবৈধ হবে, নাকি যে-কোন সময়ে মূল্যের পরিশোধ আগেরকার সকল ইউজ বৈধ করবে?
এসব বিষয়ে অল্পজ্ঞান আমার সমস্যা আরো জটিল করে তুলছে।প্লিজ, আমার দ্বীনি-ভাই হিসেবে একটু ব্যাখামূলক উত্তর তাড়াতাড়ি দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইলো। জাযাকাল্লাহ।