আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
আমার বাবার (রহঃ) এর রেখে যাওয়া কিছু টাকা যা এতদিন ব্যাংকে ছিলো।আমি পরিবারের সবার ছোট। আলহামদুলিল্লাহ আমি ফ্যামিলি চালাচ্ছি। সুদ সম্পর্কে যখন ভালোভাবে জানতাম না তখনো মনে হতো এটা অনুচিত, কারন আমি জানতাম এটা খারাপ, আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার দয়া, হিদায়েত পাওয়ার পর এ সম্পর্কে আরো জানলাম, তবে আমি পরিবারের ছোট হওয়ায় টাকা গুলো কিছু করতে পারছিলাম না।আমার বাবা/ভাই দুজনেই পরকালের পথে পারি জমিয়েছেন।আল্লাহ তায়ালা তাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। ২ বোণেদের বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ।আমার আত্নিয় স্বজনের মাঝে বেহিরভাগই বেনামাজি, আল্লাহ তাদেরকে হিদায়েত দান করুন। সেই সুবাদে আমি পরিবারের মধ্যে ছোট হয়েও এ বিষয়ে কিছু করতে চাচ্ছিলাম, কেননা সুদ হচ্ছিলো টাকাগুলো।
আমার চাচাত ভাইদের বা চাচাদের অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের থেকে ভালো। চাচাত ভাই নামাজি ও মোটামুটি দ্বীন বূঝে। তার এমব্রয়ডারির ব্যবসা আছে।নিজের যায়গা জমি ব্যালেন্স মোটামূটি ভালো। যেহেতু আমার কোণো বড় গার্ডিয়ান নেই, তার কাছে গিয়ে জানাণো হলো যে, আমাদের টাকা গুলো নিয়ে আপনি ব্যবসায় মুলধন যোগ করেন অথবা এমন কাউকে দিন যে মূলধন চাচ্ছে। এমতাবস্থায় সে টাকাগুলো নিজে নেয়ার প্রস্তাব যানায় এবং বলে " তোদের টাকাগুলো ত সুদ হয়ে যাচ্ছে যা হারাম হবে খাওয়া, আমার ত আলহামদুলিল্লাহ মোটামূটি যা আছে শুকরিয়া আমি চলতে পারি, তোদের টাকাগুলো যেনো হালাল হয়, (টাকা গুলো ব্যংকে থেকে সুদ তো হচ্ছিলই পাশাপাশি টাকাগূলো টূকটাক খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে।আমি ছোট হওয়ায় জায়গা জমিও কিনতে পারছি না।) টাকাগুলো ব্যবসায় ইনভেষ্ট করবে , কিন্তু আমাদেরকে নির্ধারিত লভ্যাংশের পরিমান না দিয়ে, তার নিজ জমি বা বাসার সামনে খানিকটা যায়গা আছে, সেখানে ঘড় উঠিয়ে দিবে যদি আমরা চাই সেখানে থাকতেও পারি যদি তাই ভাড়াও দিতে পারি, এখান থেকে সে কোণো টাকা নিবে না। এক কথায় আমাদের টাকা দিয়ে তার যায়গায় ঘর তুলে দিবে এবং সেই ঘর যত টাকা ভারা হবে সেই ভাড়া আমরা নিবো।যদি এমন কোণো মাস হয় যে ভাড়াটিয়া নেই সে মাসে আমরা কোণো টাকা পাবো না। অর্থাৎ আমাদের লাভ আসবে ঘড় ভাড়া থেকে।
জানার বিষয় হলো, যে পরিমাপে বা হারাম থেকে বাচতে বা আমাদেরকে বাচাতে সে টাকাগুলো নিয়েছে সেই টাকা সে ব্যবসায় ইনভেষ্ট করুক বা ঘর তুলে দিক, যদিও সে ঘড় তুলে সে ঘড়ের ভাড়া অনুযায়ি আমরা পাবো বলেছে, কিন্তু নির্ধারিত পরিমান টাকা নেই।এই ভাবে টাকাগূলো কি যায়েজ হবে?
শুকরান।
জাযাকুমুল্লাহ খইরান ওয়া আহসানুল জাযা।