মেডিকেল পড়াশোনার জন্য মরা মানুষের দেহ নিয়ে পরীক্ষা নীরিক্ষা করা ইসলামি শরিয়তে কি জায়েয? কথা হচ্ছে, যদি উত্তর 'হ্যাঁ' হয়, তাহলে এই মরা মানুষকে কবর না দেওয়ার জন্য কি আমি পাপি হচ্ছি না?
আর যদি উত্তর 'না' হয়, তাহলে কথা হচ্ছে, মেডিকেলে শিক্ষার্থীরা কীভাবে শিখবে?
সম্প্রতি আমার বন্ধু আমাকে এই প্রশ্নটি করেছে। আমি এই বিষয়ে ঠিকমতো না জানায়, ওকে কোনো উত্তর দেইনি। আশা করি, শীঘ্রই এই প্রশ্নের সঠিক উত্তর জানিয়ে আমাকে উপকৃত করবেন। জাযাকাল্লাহ!