বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) কোনো মুসলিম নারী কখনো কোনো হিন্দু মেয়েকে বিয়ে করতে পারবে না।
(২) আপনি যেখানেই ইমাম সাহেবকে পাবেন, সেখানেই ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাবেন।
(৩)জ্বী, আপনি ইমাম সাহেবের অনুসরণ করবেন।
(৪)যেখানেই ইমাম সাহেবকে পাবেন, সেখানেই ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাবেন।
(৫)জ্বী, শুবে বরাতের সময় মোমবাতি জ্বালানো বিদ'আত।
(৬) বিশেষ করে ঐ দিন উপলক্ষ্যে আগরবাতির ব্যবসা করা জায়েয হবে না।কেননা এতেকরে হারাম কাজে সহযোগিতা করা হবে। তবে কেউ এমনিতেই বিক্রি করে থাকলে, যে সারা বৎসর বিক্রি করে, এমন কেউ বিক্রি করলে তার জন্য নাজায়েয হবে না।
(৭)
দোকানদার জানলে এতে করে তার কি গোনাহ হবে? এসম্পর্কে মতবিরোধ থাকলেও বিশুদ্ধ মতানুযায়ী কোনো গোনাহ হবে না।
সর্বোপরি একজন মুসলমানের জন্য এরকম পেশায় যুক্ত না হওয়াই উত্তম।
হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)