আসসালামু আলাইকুম হুজুর৷দয়া করে সমাধা দিবেন।
১। কোন মহিলা যদি অন্য কারনে, " বাদ ই তো" এই কথা বলতে গিয়ে মনে মনে তার স্বামীর কথা ভেবে ফেলে তাহলে এই কথার মাধ্যমে কি সমস্যা হয়? এই কথার মাধ্যমে কি কোন মহিলা তালাকের মিথ্যা স্বীকারোক্তি দিতে পারবে?? মুখে শুধু "বাদ" দেওয়ার কথা বলে কি কোন মহিলা তার বিবাহ বা তার স্বামীকে বাদ করতে পারে??যদি এমন হয় তার কথার উদ্দেশ্য ছিল অন্য কিছু, কিন্তু সে যদি মনে মনে ভেবে ফেলে তার স্বামীর কথা কিন্তু মুখে প্রকাশ না করে স্বামীর কথা ৷ তাহলে শুধু এইটুকু কথায় কি কোন সমস্যা হবে??
২।কোন মহিলা যদি শুধুমাত্র তালাকের সুস্পষ্ট শব্দবলে আর মনে মনে ভাবে তার নিজের কথা কিন্তু মুখে প্রকাশ না করে তাহলে কি তা পতিত হয়ে যায়??
৩। একজন মেয়ে হলে থাকে৷ সে তার বোনের সাথে আগের এক রুমমেট বান্ধবীর বিষয়ে কথা বলে। তার বোন জিজ্ঞেস করে তুমি কি অমুকের সাথে এখনো এক রুমে থাকো?? পরে মেয়েটা বলে, " না আমরা আগে এক রুমে থাকতাম, এখন আলাদা রুম পেয়ে আলাদা হয়ে গেছি"
এইখানে "আলাদা" পর্যন্ত বলার সময় মনে কোন সন্দেহ কাজ করেনি৷ সে আলাদা বলার পর "হয়ে গেছি" বলার সময় মনে মনে ভেবে ফেলে তার স্বামীর কথা ভেবে বলে ফেললো কিনা। আর ভয় পেয়ে যায়।
এইকথা বলার সময় যদি মনে মনে ওয়াসওয়াসা আসে স্বামীর কথা বলে ফেলেছে তাহলে কি তাই সত্যি হয়ে যাবে আর মিথ্যা স্বীকারোক্তি হয়ে যাবে??
মুখে বলার সময় বান্ধবীর জন্য বলে যদি মনে মনে স্বামীর কথা ভেবে ফেলে তাহলে কি মিথ্যা স্বীকারোক্তি হয়ে যাবে নাকি মুখেও স্বামীর কথা বলতে হবে???
কোন মেয়ে কি আলাদা হয়ে যাওয়ার কথা বলে মিথ্যা স্বীকারোক্তি দিতে পারে??
আর অন্য কারনে কথা বলার সময় মনে মনে ভেবে ফেললে কি সেটাই মিথ্যা স্বীকারোক্তি হয়ে যাবে?? এইখানে উত্তর দেওয়ার সময় সে তার বান্ধবীর জন্যই উত্তর দিচ্ছিলো। ওয়াসওয়াসার জন্য মনে মনে স্বামীর কথা আসলে হুকুম কি?? কোন সমস্যা হবে কি?
৪। কেউ কি মুখে শব্দ করে উচ্চারণ না করে শুধু মুখ নাড়ানোর শব্দের মধ্যে তালাকের শব্দ কল্পনা করে নেয় তাহলে কি তা পতিত হয় নাকি সুস্পষ্ট ভাবে উচ্চারণ করতে হয়? অর্থাত দাত নাড়ানোর মধ্যেও যদি ওই ধরনের শব্দ ভেবে ফেলে বা মুখ নাড়ানোর মধ্যে ওই শব্দ কল্পনা করে ফেলে বা মনে হয় তালাকের শব্দ বলে ফেলেছে শুধু মুখ/ঠোঁটের শব্দে তাহলে কি পতিত হয়?.? জিহবা নাড়িয়ে কোন শব্দ উচ্চারণ করেনি স্পষ্ট বা কানেও আসেনি।
৫। কেউ যদি তালাকের সুস্পষ্ট শব্দ মনে মনে বলার সময় বা জিহবা নাড়ানোর সময় শুধু লা শব্দটি শুনে বা হালকা কানে আসে কিন্তু বাকি শব্দ না শুনে৷ তাহলে কি তা পতিত হয়?? মানে পুরো শব্দটি যদি কানে না আসে তাহলে হবে কিনা??