সমাধানঃ-
আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন।মানুষকে সৃষ্টি করেছেন উনার ইবাদতের জন্য।আল্লাহ তা'আলা বলেন,
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।(সূরা আয-যারিয়াত-৫৬)
আল্লাহ ইবাদত করলে, আল্লাহ ভয় করলে আল্লাহ তাকে এমন উৎস থেকে রিযিক প্রদান করবেন যে,মানুষ সেটার ধারণাই করতে পারবে না।
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا
আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।
وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।(সূরা তালাক-২-৩)
রিযিকের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন।কাকে কখন কি দিবেন,সেটা আল্লাহর ইলমে রয়েছে।বান্দা সে তার প্রয়োজন অনুযায়ী আল্লাহর নিকট থেকে চেয়ে নিবে।
وَمَا مِن دَآبَّةٍ فِي الأَرْضِ إِلاَّ عَلَى اللّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُّبِينٍ
আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে।(সূরা হুদ-০৬)
আল্লাহ তা'আলা বান্দাদেরকে রিযিকের জন্য চেষ্টা করতে বলেছেন।চেষ্টা করার পর আল্লাহর হুকম হলে হয়তো সে সফলও হতে পারে।
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।(সূরা জুমুআহ-১০)
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হালাল ব্যবসা,হালাল চাকুরী এবং মুসলিম অধ্যুষিত এলাকায় স্থায়ীভাবে বসবাস সবকিছুরই অনুমোদন ইসলামে রয়েছে।
সাঈদ ইবনে মনসুর রাহ উনার সুনানে নাঈম ইবনে আব্দুর রাহমান আযদি এবং ইয়াহইয়া ইবনে জাবির আত-তায়ীর সুত্রে মুরসাল হিসেবে বর্ণনা করেন,
" تسعة أعشار الرزق في التجارة "
রিযিকের দশ ভাগের নয় ভাগ ব্যবসাতে রয়েছে।
(ইয়াহইয়াউল উলূম- আল-ইরাকি,পৃষ্টা২/৭৯)
আলবানী রাহ হাদিসটিকে যঈফ বলেছেন।যঈফ আল-জা'মে-২৪৩৪
বর্তমান সময়ে চাকুরী পাওয়া দুস্কর।তাই হাতে যা পুঁজি রয়েছে,তা দিয়ে ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করে দেয়াই ভালো হবে।পরবর্তীতে ভালো হালাল চাকুরী পাওয়া গেলে সেটাতে মনোযোগ দিবেন।তাছাড়া যদি মুসলিম অধ্যুষিত কোনো এলাকায় বিদেশে ভালো মানের কোনো চাকুরী বা ব্যবসার খোজ পাওয়া যায় তাহলে সেখানেও যেতে পারবেন।
রিযিক বৃদ্ধি ও পেরেশানি দূর করার জন্য বেশী বেশী দুরুদ শরীফ পড়বেন।এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য সালাতুল ইস্তেখারা পড়বেন।