عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ مِنَ الْفَزَعِ كَلِمَاتٍ: «أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ» وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يُعَلِّمُهُنَّ مَنْ عَقَلَ مِنْ بَنِيهِ، وَمَنْ لَمْ يَعْقِلْ كَتَبَهُ فَأَعْلَقَهُ عَلَيْهِ
আমর ইবনে শুআইব তাঁর পিতা ও তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে,রাসূল (সঃ) ইরশাদ করেন,তোমাদের কেউ যখন ঘুম অবস্থায় ঘাবড়িয়ে উঠে,সে যেন
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
দো’আটি পাঠ করে। আব্দুল্লাহ ইবনে আমর তাঁর উপযুক্ত সন্তানদের তা শিক্ষা দিতেন এবং ছোটদের গলায় তা লিখে লটকিয়ে দিতেন।{সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৮৯৫}
★সুতরাং উক্ত দোয়া লিখে তাবিজে করে আকীদা বিশুদ্ধ করে বাচ্চার গলায় লটকিয়ে দিতে পারেন।
কেউ কেউ বলছেনঃ
৫ ওয়াক্ত নামাজ আদায় করে নিম্নোক্ত আমল একবার করে পানিতে ফুক দিয়ে বাচ্চাকে পান করাবে।
أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم
পাঠ করে ১১ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এগারো বার দরুদ সালাম পাঠ করে সুরা ফাতেহা, আয়াতে কুরসী,সুরা ইখলাস,সুরা ফালাক,সুরা নাস এক বার একবার করে পাঠ করে শেষে ১১ বার দরুদ সালাম পাঠ করবে।
সুরা ফাতেহা সুরা তাকবির তিন বার করে পাঠ করে পানিতে ফুক দিয়ে তাকে পান করাতে পারেন।