আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অনিচ্ছাকৃত সত্ত্বেও কিছু ভুল হয়ে যাচ্ছে। চেষ্টা করেও নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এইসব নিয়ে খুব টেনশন এবং চিন্তায় আছি। একটু আমার প্রশ্নের সমাধান দিলে খুবই উপকৃত হবো, ইনশাআল্লাহ।
১/ যদি মনের ওয়াসওয়াসায় কিংবা শয়তানের তাড়নায় কখনা নিজের মা কে নিয়ে কিংবা বোন কে নিয়ে অশ্লীল চিন্তা চলে আসে বা চলে আসতে চায়, কিন্তু ইচ্ছাকৃত নয়। আবার যদি এতে কোনো কামভাব বা উত্তেজনা না আসে তবে সব মিলিয়ে এগুলো কি হুমতে সাব্যস্ত হবে?
২/ যদি ভিডিও কলে স্ত্রীকে গভীরভাবে ভালোবাসার সাথে দেখার পর পর ঐ অবস্থায় ভিডিও কলেই যদি শ্বাশুড়ি কে দেখা হয় কোনো কারণবশত এবং নফসের ওয়াসওয়াসায় ও শয়তানের ওয়াসওয়াসায় যদি শ্বাশুড়িকে নিয়ে অশ্লীল চিন্তা আসে বা আসতে চায় কিংবা উত্তেজনা আসতে চায় (যদিও ইচ্ছাকৃত নয়), সাথে নিজেকে অনেক কন্ট্রোলের চেষ্টা করি ও স্ত্রীর চিন্তা করি। এরপর ভিডিও কলে আবার স্ত্রীকে দেখি। আবার এরই মধ্যে যদি লক্ষ্য করি যে আামার মযি এসেছে। তবে এই সবকিছুর উপর ভিত্তি করে কি হুরমত সাব্যস্থ হবে?
৩/ এই ধরনের নফসের ও মনের এবং শয়তানের নোংরা, অশ্লীল ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার উপায় কী?