১)ভাষার জন্যে বা মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছে তাদের শহীদ বলা কি শরীয়ত সমর্থিত?
২)ভাষা দিবস, স্বাধীনতা দিবস এমন দিবস পালনের বিধান কি ইসলামে?
৩) নির্দিষ্ট করে এরকম দিবসকে উপলক্ষ্য করেই কেউ যদি কোনো ভালো কাজও করে যেমন মানুষ খাওয়ায় সেটা কি বিদআত হবে?
৪)শহীদ মিনারে ফুল দেওয়া কি শিরক?এটা কি সুস্পষ্ট হারাম নাকি নাজায়েজ??
৫) ৪রাকাত নামাযের দ্বিতীয় রাকাতে যদি ভুলে একদিকে বা উভয়দীকে সালাম ফিরিয়ে ফেলি সঙ্গে সঙ্গে মনে পরে দাড়িয়ে গিয়ে শেষের দুই রাকাত পরে সাহু সিজদা দেই নামাজ শুদ্ধ হবে কি?