আসসালামু আলাইকুম হুজুর। উত্তর টা বুঝার জন্য আবার বিরক্ত করা।
১।।কোন মহিলা যদি অন্য কথা বলতে গিয়ে বলে, " শেষ করেছি/সব শেষ" এই ধরনের কথা বলার সময় যদি মনে তালাকের চিন্তা চলে আসে তাহলে কি এই কথার মাধ্যমে তার উপর পতিত হবে??
দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই এইসব বাক্য বলে থাকি বিভিন্ন কারণে, এখন এইসব বলার সময় যদি মনে মনে তালাকের চিন্তা চলে আসে তাহলেও কি পতিত হয়ে যাবে??
২।।অন্য কথা বলার সময় এই কথাগুলো ব্যবহার করা হয়ে থাকে যেমনঃ "কাজটা করে শেষ করেছি / এইভাবে করবা তাহলেই তো হলো বা তাহলেই সব শেষ।। """" এইসব বাক্য বলার সময় কেনায়া অংশ টা বলার সময় (শেষ করার কথাটা বলার সময়) যদি মনে মনে ওয়াসওয়াসা আসে সম্পর্ক শেষের কথা বলে ফেললো কিনা। বা যদি মনে মনে ভেবে ফেলে,, তাহলে হুকুম কি??
৩। মহিলা কি এইসব বলে তার নিজের উপর নিতে পারবে??
#দয়া করে সাহায্য করেন আমাকে৷ আমি মারাত্মক রকম ওয়াসওয়াসায় ভুগি৷ নিচে একটা প্রশ্ন করলাম জানার জন্য । দয়া করে সমাধান দিবেন।
৪।।হুজুর কোন মহিলা যদি অন্য কথার উত্তর দিতে গিয়ে বলে," আমার সাথে ঠিক এরকম হয়েছিল""" এই কথা টা বলে সে যদি মনে মনে ভেবে ফেলে সে তালাকের মিথ্যা স্বীকারোক্তি দিয়ে দিলো কিনা, অর্থাত সে যদি "ঠিক এরকম হয়েছিল" বলতে মনে মনে ভেবে ফেলে তালাকের কথা। সে মূলত বলার সময় অন্য কথার প্রেক্ষিতে বলছিল যে কথার সাথে তালাকের কোন সম্পর্ক নাই৷ এবং যার সাথে কথাটা বলেছে সেও অন্য কথা হিসেবেই বুঝেছে।
মহিলা বলার সময় অন্য কথার প্রেক্ষিতে বলছিল, সে বলতে চেয়েছিল তার সাথেও একই জিনিস ঘটেছে। কিন্তু বলতে গিয়ে মনে মনে ভেবে ফেলে এমন কাঊকে উত্তর দিচ্ছে যে তালাকের কাহিনী শুনিয়েছেন এবং মহিলা তাকে উত্তর দিয়েছে এরকম কল্পনা করে ভয় পেতে থাকে। কারণ ওইরকম পরিস্থিতিতে এই উত্তর দিলে হয়তো মিথ্যা স্বীকারোক্তি হয়ে যেতো।
৫।। যখন সে কথাটা বলেছিল সে একটা গেম এর কথা বলতে গিয়ে বলেছে যে তার সাথেও একই ঘটনা ঘটেছে। যাকে বলেছে সেও এইটাই বুঝেছে। কিন্তু মহিলার মনে ওয়াসওয়াসার কারনে সে কল্পনা করে এই কথার মাধ্যমে সে এমন কাউকে উত্তর দিয়েছে, যে তাকে তালাকের কাহিনী শুনিয়েছে, তাই এই কথার মাধ্যমে মহিলা তালাকের মিথ্যা স্বীকারোক্তি দিয়ে দিলো কিনা এইসব ভেবে ফেলে৷ মূলত এরকম কোন পরিস্থিতি আসেইনি। সে কল্পনা করে বলেছে।
অন্য কথার উত্তর দিতে গিয়ে এই কথা বলার ফলে কি মনে মনে আসা চিন্তার কারণে মিথ্যা স্বীকারোক্তি হয়ে যাবে?? সে উত্তর দিচ্ছিল অন্য কারনে এবং যদি মনে মনে ভেবে ফেলে সে তালাকের মিথ্যা স্বীকারোক্তি দিয়েছে তাহলে হুকুম কি??
৬। কোন মহিলা যদি তার স্বামীর সাথে কথা বলার সময় অন্য কথার প্রেক্ষিতে বলতে যায়," এই কথা বলেই তো সব শেষ করো (এইখানে শেষ কর বলতে বুঝানো হয়েছে পন্ড করো।)এই কথাটা মজা করে বলেছিল আর অন্য কথার প্রেক্ষিতে বলেছিল।এই কথা বলার সাথে সাথে মনে ভয় চলে আসলে আর যদি ভেবে ফেলে এই কথার মাধ্যমে তার স্বামীর কথা বলে সে তালাকের মিথ্যা স্বীকারোক্তি দিয়ে দিলো কিনা।
৭। এই কথা বলার সময় যদি মনে তালাকের চিন্তা চলে আসে আর সে ভেবে ফেলে তালাকের কথা বুঝিয়েছে,,, অর্থাত এই কথার মাধ্যমে কি কোন মহিলা তার স্বামীর হয়ে মিথ্যা স্বীকারোক্তি দিয়ে দিতে পারবে??