আসসালামু আলাইকুম হুজুর জুম আর নামাজের নিয়ত যেমনঃ (আমি জোহরের ফরজ নামাজের পরিবর্তে জুমআর দুই রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে কিবলামুখি হয়ে আদায় করছি) এই নিয়ত মনে মনে ও করলাম মুখ দিয়ে উচ্চারণ করেও পড়লাম তাহলে কি সঠিক ভাবে নিয়ত হবে জুমআর নিয়ত প্রশঙগে বুঝিয়ে দিলে উপকৃত হতাম।