বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি নিশ্চয়
1715 নং ফাতাওয়াতে গিবতে বৈধতার ছয়টি ক্ষেত্র পড়েছেন।সেই ছয়টি ক্ষেত্রর একটি ক্ষেত্র হল,
'(পাঁচ)প্রকাশ্যে গোনাহ কারী বা বিদআতে অংশগ্রহণ কারীর গীবত করা জায়েয।সুতরাং সে যা প্রকাশ্যে করবে সেটার গীবত করা জায়েয হবে,তবে এছাড়া তার অন্যান্য দোষ নিয়ে আলোচনা করা জায়েয হবে না।'
নায়ক নায়িকারা প্রকাশ্য যে গোনাহের কাজে লিপ্ত রয়েছে,সেটার আলোচনা করা গিবত হবে না।তবে তাদের লুকানো গোপন গোনাহ বা দোষত্রুটি সম্পর্কে কি আলোচনা করা যাবে?
এ সম্পর্কে বলা যায় যে,
নায়ক-নায়িকারা যেহেতু সমাজের বখাটের আদর্শ ও মডেল,যাদেরকে ভালো মনে করে কিছু লোক ফলো করে থাকে,তাই তাদের প্রকাশ্য গোনাহ ব্যতীত গোপন সমূহকে ঐ সমস্ত লোকদের সামনে প্রকাশ করা যাবে,যানা নায়ক-নায়িকাদেরকে ভালো মনে করে ফলো করার চেষ্টা করে।যেমন উপরোক্ত ফাতাওয়াতে রয়েছে যে,'(চার)মুসলমানকে কারো মন্দ থেকে বাঁচাতে গিবত করা জায়েয।'