আসসালামু আলাইকুম উস্তাজ ।
আমাদের বাসায় যিনি হেল্পিং হেন্ড, তার ২ বছর বয়সের একটি বাবু আছে। বর্তমানে সে ৫০ দিন এর প্রেগ্নেন্ট। তার দাবী, এখনকার বাবুটি যদি ভূমিষ্ট হয়, তাহলে তার প্রথম বাচ্চাটির খেয়াল রাখা তার জন্য আরো কষ্টকর হবে।
এ অবস্থায় সে বাবুটি রাখতে চাচ্ছেনা, এটা কি তার জন্য জায়েজ হবে?
জাযাকাল্লাহ খইরন।