আসসালামু আলাইকুম উস্তাজ!
একবোনের পক্ষ থেকে প্রশ্ন।
" আমার ভাসুরের জমির অংশে প্রায় ১১ টা কবর রয়েছে। আমাদের আত্মীয়দের,দাদা-দাদী,ছোট বাচ্চাচাসহ আরো কিছু জনের কবর।। ঐ কবর তুলে অন্য কোথাও কবরস্থ করে ঐ জমিতে বাড়ি করবার পরিকল্পনা করেছে। ঐ কবর তোলার যাবতীয় খরচ আমাদের বহন করতে বলা হয়েছে। আমার প্রশ্ন, এরকম কবর তুলে বাড়ি করাটা ঠিক হবে আমাদের জন্য? এতে কি আমাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিংবা ইসলামের দৃষ্টিকোন থেকে তা জায়েজ হবে কি না।