আসসালামু আলাইকুম।
একটি পেজ থেকে ক্বুরআন অলিম্পিয়াড হয় প্রতি বছর। তারা প্রতিদিন কার এবং সাপ্তাহিক বিজয়ী নির্বাচন করে কুইজ থেকে। প্রতিদিন একটি করে কুইজ দেয়, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রাত্যহিক এবং সাপ্তাহিক বিজয়ী নির্বাচিত হয় একজন করে। এবং তারা বলেন, যারা নিজ পেজ ও প্রোফাইল এ উক্ত পোস্ট শেয়ার করবে তারা অগ্রাধিকার পাবে। কেউ যদি জিতেও যায়, সে তো জানেনা শুধুমাত্র উত্তর দেয়ার জন্য নাকি উত্তর ও শেয়ার উভয়ের জন্য জিতেছে। এক্ষেত্রে বিজয়ী হওয়ার পর কখনো নিজ প্রোফাইল বা পেজ থেকে শেয়ার করা তাদের পোস্ট মুছে দিলে কি গুনাহ হবে বা প্রতারণা হবে?
জাযাকুমুল্লাহু খইরন।