যেসব টাইলসে পানি পড়লে সহজে শুকিয়ে যায় না,,,হালকাভাবে মুছলে সহজেই শুকিয়ে যায়!!এইসব টাইলাের প্রতি কিসের হুকুম প্রযোজ্য?মাটি নাকি আয়না?
এই টাইলসে নাপাকি পড়ে শুকিয়ে গেলে তা কি নাপাক?
যদি এইসব টাইলসে নাপাকি শুকিয়ে যায় তারপর ওযুর পর সেখানে ভেজা পা লাগলে আমার পাও কি নাপাক হবে?
*এ নিয়ে অনেক যন্ত্রণায় আছি! সহজভাবে কিছু সমাধান দিন