আমি বিয়ের আগে ঢাকায় চাকরি করতাম,,, বিয়ের সময় আমার পরিবার আত্বীয় স্বজন সবাই মেয়েদের বাসায় গিয়ে মেয়েকে দেখে এসেছে,, তারা সব কথা বার্তা পাকাপোক্ত করেছে অথচ আমি কিছুই জানতাম না... আমি ছিলাম ঢাকায়,, আমি পরে শুনেছি সব... যাইহোক আমি বলেছিলাম যে আমি এমন এমন চাই... আমার পরিবার আমাকে বলে যে সমস্যা নাই,,,
তো বিয়ের পরে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের স্বামী স্ত্রীর ঝামেলা ঝগড়া হতো,,, ঝগড়ার সময় যেই কথা গুলো বলেছি তাতে আমার স্ত্রী তালাক হয়ে গেছে আমি জানাতাম না... পরবর্তীতে যেনেছি,,,, এখন পরিবারকে বলছি সংসার তারা করাতে চাইছে জোর করে...
বলছে যে মানুষে কি বলবে...
আল্লাহ তাআলার কাছে মাফ চাও মাফ পেয়ে যাবে, তোমরা সংসার করো......
জাহান্নামে গেলে যাবে সন্মান তো বাচাও.....
আরো অনেক কথা....
আমি কিছুতেই বুঝাতে পারছিনা...
আমি কি করব আমি পাগলপ্রায় হয়ে গেছী
আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইমান বাচানোর জন্যে বাড়ি থেকে চলে যাবো.....
কারণ আমার পরিবার আমাকে জোর করে জাহান্নামের দিকে আহবান করছে... আমি এই মুহুর্তে বাড়ি থেকে চলে গেলে কি আ বাবার অবাধ্যতা হবে...? নাকি আমি পরিবারের কথা শুনে এই অবস্থায় সংসার করব...?
দয়া করে উত্তম পরামর্শ দেন
তারা আমাকে কোনভাবেই কিছু করতে দিতে চাইনা
আমি এই অবস্থায় হারাম থেকেও বাচতে চাই