আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
163 views
in সালাত(Prayer) by (58 points)
১. স্ত্রী কে নিয়ে সালাত আদায়ের পদ্ধতি যদি বলতেন বিস্তারিত।
২. স্ত্রীকে নিয়ে কি নফল সালাত জামাতে আদায় করা যায় নাকি শুধু ফরয সালাতই আদায় করা যায়?

৩. ২জন ব্যাক্তি, একজন বালেগ আর নাবালক ব্যাক্তি। নাবালেগ ব্যাক্তিকে নিয়ে কি জামাত আদায় হবে ২ জন এর?
৪. মসজিদে জামাত ছুটে গেলে, যারা জামাত পায় নি, তারা একসাথে জামাত আদায় করতে চায় না, হানাফী ফিকহের মাসয়ালা অনুযায়ী। কিন্তু তারা যদি আদায় করে, ইমাম সাব যে জায়গায় দাড়ায় নি সে জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করা যাবে জামাতে। তো বিষয়টা হলো, ইমাম যে জায়গায় দাড়ায় নি সে জায়গা হবে নাকি মুসল্লি যে জায়গায় দাড়ায় নি সে জায়গায় হবে? মসজিদ ছোট হলে মুসল্লি সব কাতারেই দাড়ালো। এক্ষেত্রে ২য় জামাত কোথায় দাড়াবে।

1 Answer

0 votes
by (574,260 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
বাসায় স্ত্রীকে নিয়ে জামা'আত করলে যদিও জামা'আতের সাথে নামাজ আদায়ের ছওয়াব পাওয়া যাবে।
তবে বিনা ওযরে মসজিদে জামা'আতে শরিক না হয়ে এইভাবে ঘরে জামা'আতের অভ্যাস গড়ে তোলা জায়েজ নেই।  
এতে গুনাহ হবে।

হাদীস শরীফে বিনা ওযরে মসজিদে এসে জামা'আত ছেড়ে দেওয়ার উপর কঠিন হুমকি এসেছে।

 حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ أَبِي جَنَابٍ، عَنْ مَغْرَاءٍ الْعَبْدِيِّ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " مَنْ سَمِعَ الْمُنَادِيَ فَلَمْ يَمْنَعْهُ مِنَ اتِّبَاعِهِ عُذْرٌ " . قَالُوا وَمَا الْعُذْرُ قَالَ خَوْفٌ أَوْ مَرَضٌ " لَمْ تُقْبَلْ مِنْهُ الصَّلَاةُ الَّتِي صَلَّى

ইবনু ‘আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মুয়াযযিনের আযান শুনা সত্ত্বেও কোনরূপ ওজর ছাড়া (বিনা কারণে) জামা‘আতে সলাত আদায়ে বিরত থাকে তার অন্যত্র (একাকী) সলাত কবুল হবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ওজর কি? নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ভয়-ভীতি অথবা অসুস্থতা। 
আবূ দাঊদ ৫৫১, আল জামি‘ ৫৬৩৪, দারাকুত্বনী ১৫৫৭।
বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (৩/৭৫), হাকিম (১/পৃঃ ২৪৫), দারাকুতনী (১/পৃঃ ৪২১), 

وسئل الحلواني عمن یجمع بأہلہ أحیاناً، ہل ینال ثواب الجماعۃ؟ فقال لا، ویکون بدعۃ ومکروہاً بلا عذر۔ (فتح القدیر ۱؍۳۴۵)
সারমর্মঃ
হালওয়ানি রহঃ কে জিজ্ঞাসা করা হয়েছিলো যে কেহ তার পরিবার নিয়ে মাঝে মাঝেই ঘরে জামা'আত করে,সে কি জামা'আতের ছওয়াব পাবে?
তিনি বলেছিলেনঃ না, এটি বিদ'আত ও মাকরুহ হবে।      
আরো জানুনঃ 

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
স্ত্রীকে নিয়ে জামাআত করার ক্ষেত্রে লক্ষ্যণীয় হয়, স্বামী ইমাম হয়ে সামনে দাঁড়াবে আর স্ত্রী পিছনে দাঁড়াবে। একদম সমান সমান দাঁড়াবে না। যদি একদম বরাবর দাঁড়ায় তাহলে নামায হবে না। যদি স্বামীর পায়ের গোড়ালীর পিছনে দাঁড়ায়, তাহলেই ইক্তিদা সহীহ হবে।

المرأة إذا صلت مع زوجها في البيت إن كان قدمها محل أقدام الزوج لا تجوز صلاتهما بالجماعة، وإن كان قدمها خلف قدم الزوج إلا أنها طويلة تقع رأس المرأة في السجود قبل رأس الزوج جازت صلاتهما؛ لأن العبرة للقدم، (الدر المختار، كتاب الصلاة، باب الامامة-1/572، البحر الرائق، كتاب الصلاة، باب الامامة-1/261، الفتاوى التاتارخانية، كتبا الصلاة، الفصل السابع فى بيان مقام الامام والمأموم-1/622)
সারমর্মঃ
স্ত্রী যদি স্বামীর সাথে ঘরে নামাজ জামা'আতে নামাজ আদায় করে,তাহলে উভয়ের পা সমান স্থানে হলে  তাদের উভয়ের নামাজ হবেনা।
তবে স্বামীর পা স্ত্রীর পা থেকে সামনে আগ বাড়িয়ে থাকলে তাদের উভয়ের নামাজ শুদ্ধ হবে।

(০২)
হ্যাঁ নফল নামাজে জামা'আত করতে পারবে।
স্বামী একটু আগ বাড়িয়ে সামনে দাড়াবে।
,
তবে যেহেতু নফল নামাজ জামা'আতেএ সহিত আদায় করার ব্যপারে ফুকাহায়ে কেরামগন দের মতবিরোধ রয়েছে,তাই এটিকে অভ্যাসে পরিণত করা ঠিক হবেনা।
মাঝে মাঝে এমনটি করা যায়।      

(০৩)
হ্যাঁ নাবালেগ ব্যাক্তিকে নিয়ে জামা'আত করা যাবে।
এক্ষেত্রে মুক্তাদী যেহেতু শুধু একজন,তাই সে   ইমামের  ডান দিকে দাড়াবে।

আর মুক্তাদী ২জন হলে পিছনের কাতারে দাড়াবে।

(০৪)
এক্ষেত্রে একাকী নামাজ আদায় করবেন।

বিস্তারিত জানুনঃ

তবে এক্ষেত্রে কিছু ইসলামী স্কলারদের মত হলোঃ
কখনো কোন বিশেষ  কারণে স্থানীয় কতিপয় নিয়মিত মুসল্লিদের প্রথম জামাত ছুটে যায়, তাহলে তারা প্রথম জামাত যেখানে আদায় হয়েছে, তার চেয়ে একটু সরে এসে আযান ইকামত ছাড়া দ্বিতীয় জামাত পড়তে পারে। কিন্তু এটাকে কিছুতেই নিয়মিত অভ্যাসে পরিণত করা যাবে না।

রদ্দুল মুহতার” কিতাবের ২য় খন্ডের ৬৫ পৃষ্ঠায় উল্লেখ আছে-
ان الصحيح انه لا يكره تكرار الجماعة اذا لـم تكن على الـهيئة الاولى.
অর্থ : “ সঠিক  কথা হল  দ্বিতীয় জামাত যদি হুবহু প্রথম জামাতের মত  না হয় তাহলে দ্বিতীয় জামাত পড়লে মাকরূহ হবেনা।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে ২য় জামাত করতে চাইলে ১ম জামাতে ইমাম যে জায়গায় দাড়ায়ছে,সেখান থেকে পিছনে তথা মুক্তাদীদের জায়গায় দাড়িয়ে জামাত করবেন।
তবে এটিকে অভ্যাসে রুপ দেওয়া যাবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 132 views
...