আমি স্বপ্নে দেখি একজন ব্যক্তি শয়তানকে আহবান জানালে শয়তান একটি গাদা বা ঘোড়ার(সঠিক মনে করতে পারছি না) পায়ুপথ দিয়ে উজ্জ্বল অগ্নিকান্ডে বের হতে চেষ্টা করে। ঠিক তখনই একটি সুন্দর এবং শক্তিশালী ঘোড়া ওই শয়তানটাকে একটি ধাক্কায় প্রতিহত করে ফিরিয়ে দেয় এবং ওই শয়তানকে আহবানকারি ব্যক্তিটিকে মেঘের মত কিছু দিয়ে বন্দী করে।
এর কি ব্যাখ্যা হতে পারে?
বিদ্র: ওই রাতে আমি ওযুসহ ঘুমিয়েছি। আয়াতুল কুরসি, বাকারার শেষ দুই আয়াত, তিন কুল পড়ে সুন্নত তরিকায় ঘুমিয়েছি। স্বপ্ন দেখে ঘুম ভাঙ্গার পর আমি ডান কাতে ছিলাম আর এটা ফজরের কিছু আগ মূহুর্তে ছিল।
আমি প্রায়সই মসজিদ, কুরআন, আজান, নামাজ, কবর, ইতেকাফ, ইমাম ইত্যাদি বিষয় নিয়ে স্বপ্ন দেখি।