আসসালামু আলাইকুম হুজুর। দয়া করে বিরক্ত হবেন না। আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম এবং তারপর একটি ঘটনা ঘটে৷ সেই ঘটনাটি আমি লিখেছি নিচে, দয়া করে ঘটনাটি দেখবেন কোন সমস্যা হবে কিনা সেই ঘটনার মাধ্যমে। আমি কলে প্রশ্ন করলে বুঝিয়ে বলতে পারিনা তাই লিখে করলাম।
আপনার কাছে নিচের প্রশ্নটা করেছিলাম আপনি উত্তর দিয়েছিলেন, এই প্রশ্নটা উল্লেখ করলাম যাতে আপনি আমার ঘটনা টা বুঝতে পারেন। প্রশ্নের উত্তর চাইনা ঘটনাটার মাধ্যমে কোন সমস্যা হবে কিনা শুধু এইটুকু বলবেন। এইটাই আমার শেষ প্রশ্ন।
এই প্রশ্নের পরেই ঘটনা ঘটে, প্রশ্নটি লিখলাম বুঝার জন্য শুধু। ((কোন স্ত্রী যদি তালাকের মিথ্যা স্বীকারোক্তি দেয় এটা বলে যে তাদের মধ্যে তালাক হয়ে গেছে, কিন্তু সে বলেনি নিজের উপরে নিয়েছে কিনা। এবং যদি ভুলে যায় বলার সময় স্বামী তাকে দিয়েছে বলে মিথ্যা স্বীকারোক্তি দিয়েছে নাকি নিজের কথা ভেবেছে তাহলে হুকুম কি?স্বামীর কথা বলে মিথ্যা স্বীকারোক্তি দিলে নাকি হয়না, তাই জানার জন্য প্রশ্ন করলাম।))
এই প্রশ্নের উত্তর আমি পেয়েছি। তারপর একটি ঘটনা ঘটে।
ঘটনাঃ-#আমি মনে মনে ভাবতে থাকি আমিতো নিজেকে নিয়ে লিখিনি প্রশ্নে, লিখেছি কোন স্ত্রী যদি,,,,এইভাবে। আর নিজেকে নিয়ে যদি লিখতাম তাও তো মনে হয় মিথ্যা স্বীকারোক্তি হতো না কারন আমি লিখেছিলাম "যদি সে মিথ্যা স্বীকারোক্তি দেয়, বা যদি সে ভুলে যায় "।আমি ভাবছিলাম "যদি" বললে তো মিথ্যা স্বীকারোক্তি হবে না মনে হয়। তারপর আমি মনে মনে ভাবি যদি নিজেকে নিয়েও বলতাম তাহলে লিখতাম,,তারপর এইটুকু কথা আমি মুখে বলে ফেলি আর ভয় পেয়ে যাই, "যদি আমি ভুলে যাই,,,এইখানে তো যদি বলেছি/(এইখানে তো যদি লিখেছি) এই দুইটা কথার মধ্যে যেকোনো একটা বলেছি কিন্তু মনে করতে পারছি না এইখানে তো যদি লিখেছি বলেছি কিনা।
#এখন আমার মুখে বলে ফেলা এইটুকু কথা বলার জন্য কি আমার করা প্রশ্নটা আমার উপর চলে আসবে বা মিথ্যা স্বীকারোক্তি হয়ে যাবে?? প্রশ্নে আমি নিজেকে বুঝাইনি কিন্তু পরে ভাবতে গিয়ে মুখে এইটুকু কথা চলে আসে৷
দয়া করে প্রশ্নটার উত্তর দিবেন। আমি জানিনা বুঝিয়ে বলতে পারলাম কিনা। দয়া করে বিরক্ত হবেন না।