আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লা। হুজুর একটা বন্ধু আমাদের ৩ টা বান্ধবীকে বউ বলে ডাকত।সবার সামনে ।আমরা ওর কোন কথাকে সিরিয়াসলিও নি নাই।পাত্তা দিতাম না ওর কথাকে।ওই বন্ধু টাও এমনিতে বোন ঢাকত আবার এমনিতে বউ ডাকত।তাই ঠিক আমরা কি বলেছি মনে নেই।তবে কোনদিন জামাই ভাবি নাই। আরেকটা বন্ধু আমাকে ডার্লিং ডাকত আমিও ডাকতাম।সবার সামনে।ডার্লিং মানে তহ জামাই না,আর জামাই হিসেবেও ডার্লিং বলতাম না কোনদিন।সেও বউ হিসেবে ডার্লিং বলত না।আল্লাহ জানে ওর মনে কি ছিল।কিন্তু সে বলত সে আমাকে বোন হিসেবে দেখত।তবে সেও বোন বলত আবার।কিন্তু আমি কাউকে জামাই হিসেবে ভাবিও নাই।ওরাও ভাবত না বউ হিসেবে।।৫-৬ বছর আগের কথা তহ আর কিছু মনে নেই।যদ্দুর মনে পড়ে ইজাব কবুল কিছুই হয় নি।জামাই ও বলতাম না।সাক্ষী ছিল কিনাও জানি না।আমি সম্মিত সূচক কিছু বলেছিলাম কিনাও জানি না।কিন্তুু বেশি মনে হচ্ছে বলি নি।তবু ভয় হচ্ছে বলেছি কিনা?কিন্তুু যদ্দুর মনে পড়ে বলি নি।একটা বান্ধবীকেও জিগ্যেস করি তার ও মনে নেই।ওর ও আমার মত মনে আছে যে।এখন আমার আমার অন্য জায়গায় বিয়ে হয়েছে।আমার স্বামীকেও এই বিষয়ে বলতে পারতেছি না।বন্ধু পছন্দ করে না।তাই কারো সাথে আমার কথা হয় না।একজনের সাথে হত বউ বলত যে ওর সাথে হত।কাজে লাগলে বলতাম।এখন বলিও না।ওর ও মনে থাকবে না আমার জানা মতে,কারণ সিরিয়াসলি বলত না।অনেক আগের কথা তহ।আমার স্বামীর সাথে বিয়ে কি বৈধ হবে? খুব চিন্তা হচ্ছে হুজুর।মারাত্বক ওয়াসওয়াসায়,আক্রান্ত আমি।খুব টেনশন হচ্ছে।৩-৪ সপ্তাহ ধরে টেনশনে শেষ হয়ে যাচ্ছি।আমার স্বামীর সাথে বিয়ে বৈধ হবে হুজুর?একটু বুঝয়ে বলেন প্লিজ।আমার স্বামীর সাথে বিয়ে বৈধ হবে তহ?আমার হুজুর স্বামীর সাথে কথা বলতেও ভয় হচ্ছে।