#আসসালামু আলাইকুম হুজুর। এই প্রশ্ন টা করেছিলাম আপনার কাছে জানার জন্য। উত্তর দিয়েছিলেন, এইখানে তো আমি নিজেকে উল্লেখ করিনি, কোন স্ত্রী যদি করে,, এইভাবে প্রশ্নটা করেছিলাম।বা আমি কখনো মুখে মিথ্যা স্বীকারোক্তি দেইনি।
প্রশ্নটা ছিল এরকম ঃ
((কোন স্ত্রী যদি তালাকের মিথ্যা স্বীকারোক্তি দেয় এটা বলে যে তাদের মধ্যে তালাক হয়ে গেছে, কিন্তু সে বলেনি নিজের উপরে নিয়েছে কিনা। এবং যদি ভুলে যায় বলার সময় স্বামী তাকে দিয়েছে বলে মিথ্যা স্বীকারোক্তি দিয়েছে নাকি নিজের কথা ভেবেছে তাহলে হুকুম কি?স্বামীর কথা বলে মিথ্যা স্বীকারোক্তি দিলে নাকি হয়না, তাই জানার জন্য প্রশ্ন করলাম।))
#তারপর আমি মনে মনে ভাবতে থাকি আমিতো নিজেকে নিয়ে লিখিনি, আর নিজেকে নিয়ে যদি লিখতাম তাও তো মনে হয় মিথ্যা স্বীকারোক্তি হতো না কারন আমি লিখেছিলাম "যদি সে মিথ্যা স্বীকারোক্তি দেয়, বা যদি সে ভুলে যায় "।তারপর আমি মনে মনে ভাবি যদি নিজেকে নিয়েও বলতাম তাহলে লিখতাম" "যদি আমি ভুলে যাই,,, এইখানে তো যদি বলা হয়েছে", " এইটুকু আমি মুখে বলে ফেলি আর ভয় পেয়ে যাই।
(((আমার সন্দেহ হচ্ছে যখন আমি বলি "যদি আমি ভুলে যাই,, , এইখানে তো যদি বলা হয়েছে "এই কথাটা মুখে বলতে গিয়ে "এইখানে তো যদি বলা হয়েছে" এইটার জায়গায় ভুল করে "এইখানে তো যদি লিখেছি" বলে ফেলেছিলাম কিনা,
# আমি যদি মুখে বলার সময় "এইখানে তো যদি লিখেছি ""বলে ফেলতাম তাহলে কি তা মিথ্যা স্বীকারোক্তি হয়ে যাবে??)) দয়া করে উত্তর দিবেন।
,এখন আমার মুখে বলে ফেলা এইটুকু কথা বলার জন্য কি আমার করা প্রশ্নটা আমার উপর চলে আসবে বা মিথ্যা স্বীকারোক্তি হয়ে যাবে??? আমি নিজেকে বুঝাতে চাচ্ছিলাম "যদি" বলে তো সিকারোক্তি দেওয়া যায়না মনে হয় সিউর হয়ে বলতে হবে। এখন আমার মুখে বলা কথাটার কারনে কি আমার উপর চলে আসবে আমার করা প্রশ্নটা?? আমিতো নিজেকে নিয়ে করিনি বা মিথ্যা স্বীকারোক্তি দেইনি নিজের মুখে কখনোই।
দয়া করে প্রশ্নটার উত্তর দিবেন। আমি জানিনা বুঝিয়ে বলতে পারলাম কিনা। দয়া করে বিরক্ত হবেন না।