আমাদের ইউনিভার্সিটিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিলাপ করতে হবে এবং টাকা জমা দিতে হবে। আমার বান্ধবীর প্রেগন্যান্সির ৯মাস চলছে, সে ইউনিভার্সিটি থেকে দূরে থাকে। সে আমার কাছে টাকা জমা দিয়ে দিয়েছে আর তার ফর্ম ফিলাপ করে দিতে বলেছে কারণ যেদিন ফর্ম ফিলাপ করবে সেদিন কোনো এক্সাম নেই, শুধুমাত্র ফর্ম ফিলাপের জন্য তাকে ইউনিভার্সিটিতে আসতে হবে যা তার শরীরের জন্য কষ্টকর।
এখন যথাসম্ভব ফর্মে সিগনেচার ও করতে হবে, আমি যদি তার ফর্ম ফিলাপ করে দিই তাহলে আমাকে তার সিগনেচার ও করে দিতে হবে।
আমি তার অসুস্থতায় অপারগতার জন্য সাহায্যটা করছি।
যদি জায়েজ না হয়,তাহলে করণীয় কী?