আসসালামু আলাইকুম
হজরত আমি গেম খেলাকে জায়েয মনে করে কুফুরি কিনা,, তার উত্তরে আপনারা যেটা উত্তর সেটাতে আমি বুঝতে পারছিনা,, আমার একজাইগাই সন্দেহ হচ্ছে...?
সেটা হলো আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করতাম সেটা তালা বন্ধ থাকার কারণে আমি বাহিরে যেতে পারতাম না,,কারো সাথে সাক্ষাৎ করতে পারতাম না.. খুব বরিং ফিল করতাম এই জন্যই গেম খেলা ফাকা সময় পাইলেই...এবং গেম খেলতে খুব ইচ্ছে করত.. সেই উত্তরে আপনারা বলেন যে=.............
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইবাদত করতে করতে মন ক্লান্ত হয়ে যাওয়ার পর মনকে উৎফুল্ল করতে বৈধ বিনোদন যেখানে হারাম কোনো জিনিষ থাকবে,সেই রকম বিনোদন বা খেলা জায়েয।সে হিসেবে যদি গাড়ি গেইমে কোনো নারী দৃশ্য না থাকে, এবং মিউজিক না থাকে, এবং অযথা কালক্ষেপনের নিয়তও না থাকে, তাহলে আপনি খেলতে পারবেন।
এবং এ খেলা শুরুর প্রথমে বিসমিল্লাহ বললে কুফরি হবে না।
স্ত্রীকে তালাক দিলে, সেটা কার্যকর হয়ে তালাক পতিত হয়ে যাবে।
আমি যে বরিং ফিল করার জন্য খেলতাম তাহলেও কি কুফুরি হবে না....?
খুব ওয়াসওয়াসা এবং চিন্তিত ই আছি