১)আমার কাছ থেকে ভরনপোষণ পাওয়ার ক্ষেত্রে কে বেশি হকদার??
মা নাকি স্ত্রী নাকি সন্তান???
২)যখন আম্মু আমাকে দেখছে না বা আমার কাছে নাই, তখনও কি আম্মুর করা আদেশ গুলো পালন করা আমার দায়িত্ব??
৩)ধরুন কেউ চায় তার শিরক, কুফরি এগুলা হলেও তার দুনিয়াদারি ঠিক থাক।
এই মনভাব কি শিরক??
৪)রাতের কোন সময় যা চাওয়া হয়,আল্লাহ তাই দেন??.
বাংলাদেশের সময় মতে সেই সময় কয়টা বাজবে??
৫)ধরুন আমি পরাশুনা ছেড়ে দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে শিরক করেছি।
কিন্তু কিভাবে করেছি মনে নাই।
এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে শিরক করেছি অতীত কালে।
এখন যদি আমি কালেমা শাহাদাত পরে,আল্লাহর রুবুবিয়্যাত,উলুহিয়্যাত,উসমা ও সিফাতের উপর ইমান এনে সারাজীবন এর সব শিরক এর জন্য তাওবা করি, তবে কি পরাশুনা চালায় যাইতে পারব??