আসসালামু আলাইকুম হুজুর। দয়া করে প্রশ্নগুলোর উত্তর দিবেন।
১।কোন স্ত্রী যদি তালাকের মিথ্যা স্বীকারোক্তি দেয় এটা বলে যে তাদের মধ্যে তালাক হয়ে গেছে, কিন্তু সে বলেনি নিজের উপরে নিয়েছে কিনা। এবং যদি ভুলে যায় বলার সময় স্বামী তাকে দিয়েছে বলে মিথ্যা স্বীকারোক্তি দিয়েছে নাকি নিজের কথা ভেবেছে তাহলে হুকুম কি?স্বামীর কথা বলে মিথ্যা স্বীকারোক্তি দিলে নাকি হয়না, তাই জানার জন্য প্রশ্ন করলাম।
২। আমার স্বামীকে আমি অনেকদিন আগে জিজ্ঞেস করি সে কোনোদিন কেনায়া বাক্য বলার সময় আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করেছে কিনা। সে উত্তর দেয় কখনো সে এই নিয়তে কিছু বলেনি। এবং আমি এই প্রশ্ন করলে সে বিরক্ত হতো। বলেছিল আর কোনদিন এই প্রশ্ন না করতে। তারপর আমার ওয়াসওয়াসার জন্য তাকে আরেকদিন তাকে জিজ্ঞেস করি তুমি কখনো কোন কেনায়া বাক্য বলার সমত আমাকে সত্যি সত্যি ছেড়ে যাওয়ার জন্য ( তালাকের নিয়ত করে) বলো নি তো? সে এতটাই বিরক্ত ও রাগান্বিত হয় সে বলে, "হ্যাঁ বলেছি, আবার জিজ্ঞেস করলে কিন্তু মন থেকে বলবো। " তার এ কথা শুনে আমি খুবই ভয় পাই৷ সে খুবই বিরক্ত ছিল আমার কথায় তাই এই উত্তর দিয়েছে। তার এই কথা কি মিথ্যা স্বীকারোক্তি হয়ে যাবে?? একটু পরে আবার সে বলে যে সকালেও তুমি এই প্রশ্ন করেছো আমি উত্তর দিয়েছি কখনো নিয়ত করিনি, তাও এখন আবারও একই প্রশ্ন করলা। এইসব কথা সে খুবই রাগ করে বলছিল । সে বলেছে আবার জিজ্ঞেস করলে মন থেকে বলবে তার মানে প্রথমে মন থেকে বলেনি।
৩। তারপর কিছুক্ষন পর আমি কান্না করি, সে জিজ্ঞেস করে এখন কেন কান্না করছো আবার।আমি বললাম তুমি তখন প্রশ্ন করার পর কেন বললা হ্যাঁ বলছি,? তারপর সে আবার ও রাগ করে আর অনেক জোড়ে বলে ""হ্যাঁ বলছি, বলছি আবার জিজ্ঞেস করলে আবারও বলবো৷ তোমাকে এতবার বলেছি যে আমি কোন নিয়ত করে কখনোই কিছু বলিনি তাও আজকে এই প্রশ্ন করেছো, তাহলে আমি আর কি বলতে পারি??""
এইখানে আমি তাকে তালাকের প্রশ্ন করিনি তাও সে আগের ঘটনার প্রেক্ষিতে আবার ও হ্যাঁ বলছি বলার কারনে কি আবারও মিথ্যা স্বীকারোক্তি হবে??
এই ঘটনার কিছুক্ষন পরেই সব ঠিক হয়ে যায় এবং আমি বলি তাকে কখনোই এইসব জিজ্ঞেস করবো না। এবং সে বলেছে হ্যাঁ বলেছি কথাটাও সে সম্পূর্ণ বিরক্ত হয়ে বলেছে কারন সে আমার উত্তর দিয়েছে আগেও।
আমি একজন মুফতির সাথে কথা বলেছিলাম জিনিস টা নিয়ে উনি বলেছিলেন কোন সমস্যা হয়নি, তাও আপনাদের মতামত জানতে চাই কোন দ্বিমত আছে কিনা?