আসসালামু আলাইকুম হুজুর,,,অনেকদিন আগেয় আমার স্বামীর সাথে আমার একটা ভুল এর জন্য ঝগড়া হয়,ঝগড়াটা জখন হয় তখন বিষয়টা নিয়ে কয়েক টা মজলিশ হয়,তিন বা চার বার ফনে আরকি কল দিচ্ছিল,তখন সে বলসিল তর সাথে আমার কোন সম্পর্ক নাই,,রেগে একবার আমি রাত এ তালাক চাইসিলাম,আরেকবার দুপুরে, রাত এ চাওয়ার পর বলসে কিনা আমি জানিনা,দুপুরে জখন চাইসিলাম তখন সে বলসিল কাগজপত্র ঠিক কর,মানে তার দেয়ার ইচ্ছে ছিলনা কথা কাটানোর জন্য এই কথা বলসে,তার পর এ তুমার সাথে আমার সম্পর্ক নাই এই কথা বলসে কিনা আমার মনে নাই,বার বার শয়তান ওসওয়াসা দিচ্ছে হয়ত বলসে কিন্তু আমি একদম sure তালাক চাওআর পর পর এ এই কথা বলেনি হয়ত অন্ন কথার পর কেনায়া শব্দ তা বলসে,একবার মনে হচ্ছে তালাক চাওআর পর অন্ন কথার পরে এতা বলসে আবার মনে হয় অন্ন আরেক বার call এ বলসে,আমি আমার স্বামী কে জিজ্ঞেস করসি সে বলসে normally বলসে কুন নিয়ত করেনি,তালাক চাওয়ার পর দিতে চায়নি আর কেনায়া শব্দ বলেনি যে এতা আমিও নিশ্চিত,কিন্তু অই মজলিশ এ অন্ন কথার পর বলসে কিনা আমি বুঝতে পারছিনা,মানে তালাক চাওয়ার কিছুক্ষণ পর অন্ন কথার পর বলতে পারে মনে হচ্ছে সুতরাং আমি যে দটানায় পরে আসি,আমি কি এখানে তালাক ধরব কি ধরবনা,নাকি এখানে যে পুরাপুরি নিশ্চিত না বলে তালাক হয়নি ধরে নিব কোনটা ধরবো?তাকাকের মজলিশ কি?আমি তালাক চাইলাম তখন যদি কেনায়া শব্দ বলে তাহলে তালাক হবে,কিন্তু তালাক চাওয়ার পর না বলে যা নিয়ে ঝগরা হচ্ছিল সে কথা নিয়ে কাটাকাটি করে অন্ন কথার পর কেনায়া শব্দ বল্লে কি তালাক হবে?শুধু ঝগড়ার অনুমান করে বলছি পুরাপুরি sure না তাও মনে হচ্ছে শুধু,হুজুর খুব tension e আছি