ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
এভাবে উপহার হিসেবে দলিলপত্র করে দিলে যাকে দেয়া হবে, সে অবশ্যই মালিক বনে যাবে, তবে সরকারী ট্যক্স থেকে পলায়ন করার জন্য অবশ্যই ঐ ব্যক্তি গোনাহগার হবে।কেননা সরকারী ট্যক্স প্রদান করা ওয়াজিব।
https://www.ifatwa.info/700 নং ফাতাওয়ায় বলেছি যে,
আয়কর বা ট্যাক্স সহনীয় পর্যায়ে হলে জনগণনের উপর তা আদায় করা ওয়াজিব।যাকাতের মতই আবশ্যক পালনীয়।
যদিও আয়করের বিধান শর্তসাপেক্ষ্য তথা ব্যায়খাত লক্ষণীয় একটি বিষয়।এবং যাকাত থেকে কিছুটা শীতিলযোগ্য।ট্যাক্স কুরআন-হাদীস দ্বারা প্রমাণিত একটি বিষয়।তাকে অস্বিকার করা যাবে না।আল্লাহ-ই ভালো জানেন।
কর/খাযনা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন।
https://www.ifatwa.info/700